Indian Railways: এমন App আনছে রেল...টিকিট নিয়ে একটু এদিক-ওদিক হলেই, সোজা RPF-র হাতে তুলে দেবে TTE

Last Updated:
অনেক সময়েই এই প্রবণতা দেখা যায় যে, একসঙ্গে অনেকজনের একটা দল ট্রেনে সফর করলে দু’একজনের টিকিট না থাকলেও তাদের ট্রেনে তুলে নেওয়া হয়৷ বা অনেকে ইচ্ছাকৃতভাবেই ফাঁকি দেওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন না৷ এবার এমন অ্যাপ আনল রেল, যাতে সেসব কারচুপি আর চলবে না৷
1/8
এজেন্টদের রমরমা কারবার এবার একেবারে উঠে যাবে৷ বেশি দামে টিকিট বিক্রির চক্র পড়তে চলেছে বড়সড় বিপদে৷ কারণ, টিকিট কাটা তো বটেই এবার টিকিট চেক করার ক্ষেত্রেও নতুন টেকনোলজি আনতে চলেছে রেল৷
এজেন্টদের রমরমা কারবার এবার একেবারে উঠে যাবে৷ বেশি দামে টিকিট বিক্রির চক্র পড়তে চলেছে বড়সড় বিপদে৷ কারণ, টিকিট কাটা তো বটেই এবার টিকিট চেক করার ক্ষেত্রেও নতুন টেকনোলজি আনতে চলেছে রেল৷
advertisement
2/8
অনেক সময়েই এই প্রবণতা দেখা যায় যে, একসঙ্গে অনেকজনের একটা দল ট্রেনে সফর করলে দু’একজনের টিকিট না থাকলেও তাদের ট্রেনে তুলে নেওয়া হয়৷ বা অনেকে ইচ্ছাকৃতভাবেই ফাঁকি দেওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন না৷ এবার এমন অ্যাপ আনল রেল, যাতে সেসব কারচুপি আর চলবে না৷
অনেক সময়েই এই প্রবণতা দেখা যায় যে, একসঙ্গে অনেকজনের একটা দল ট্রেনে সফর করলে দু’একজনের টিকিট না থাকলেও তাদের ট্রেনে তুলে নেওয়া হয়৷ বা অনেকে ইচ্ছাকৃতভাবেই ফাঁকি দেওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন না৷ এবার এমন অ্যাপ আনল রেল, যাতে সেসব কারচুপি আর চলবে না৷
advertisement
3/8
দূরপাল্লার ট্রেনের টিকিট এখন অনেকেই অনলাইনে কাটেন। তাঁদের জন্য নতুন সুবিধা আগেই চালু করেছে আইআরসিটিসি। ভারতীয় রেলের আগের নিয়ম অনুযায়ী যাত্রীরা মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারতেন। কিন্তু, নতুন নিয়মে এখন ২৪টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে। তবে এর জন্য রয়েছে শর্ত। আইআরটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের স‌ংযোগ চাই।
দূরপাল্লার ট্রেনের টিকিট এখন অনেকেই অনলাইনে কাটেন। তাঁদের জন্য নতুন সুবিধা আগেই চালু করেছে আইআরসিটিসি। ভারতীয় রেলের আগের নিয়ম অনুযায়ী যাত্রীরা মাসে সর্বোচ্চ ১২টি টিকিট কাটতে পারতেন। কিন্তু, নতুন নিয়মে এখন ২৪টি পর্যন্ত টিকিট কাটা যাচ্ছে। তবে এর জন্য রয়েছে শর্ত। আইআরটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের স‌ংযোগ চাই।
advertisement
4/8
একটা সময় পর্যন্ত আধার লিঙ্ক না থাকলে মাসে সর্বোচ্চ ছ’টি টিকিট কাটা যেত। পরে টিকিটের সংখ্যা দ্বিগুণ করে ১২ করে রেল। এখন আধার যুক্ত করলে সেই সংখ্যাটা হয়ে যাবে ২৪। তবে আধার যুক্ত না করলে ১২টি টিকিট কাটতে পারার নিয়ম এখনও চালু থাকছে।
একটা সময় পর্যন্ত আধার লিঙ্ক না থাকলে মাসে সর্বোচ্চ ছ’টি টিকিট কাটা যেত। পরে টিকিটের সংখ্যা দ্বিগুণ করে ১২ করে রেল। এখন আধার যুক্ত করলে সেই সংখ্যাটা হয়ে যাবে ২৪। তবে আধার যুক্ত না করলে ১২টি টিকিট কাটতে পারার নিয়ম এখনও চালু থাকছে।
advertisement
5/8
অনেক সময়ই ট্রেনে ভুয়ো যাত্রীরা সফর করে। তাদের ধরতেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রেলওয়ে। এবার TTE-রা যাত্রীদের টিকিট চেক করার সময় আধার কার্ডও যাচাই করবেন। রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে, সকল TTE-কে ‘এম আধার অ্যাপ’ দেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে তারা আধার কার্ড পরীক্ষা করতে পারবেন।
অনেক সময়ই ট্রেনে ভুয়ো যাত্রীরা সফর করে। তাদের ধরতেই এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রেলওয়ে। এবার TTE-রা যাত্রীদের টিকিট চেক করার সময় আধার কার্ডও যাচাই করবেন। রেলওয়ে বোর্ডের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে, সকল TTE-কে ‘এম আধার অ্যাপ’ দেওয়া হবে। এই অ্যাপের মাধ্যমে তারা আধার কার্ড পরীক্ষা করতে পারবেন।
advertisement
6/8
এম আধার অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে, আধার নম্বর, নাম, জন্মতারিখ, ঠিকানা- যাবতীয় তথ্য চলে আসবে। এটি অফলাইন মোডেও কাজ করবে। এটি মূলত আধার কার্ডের জালিয়াতি ও অপব্যবহার রোধ করতে ব্যবহার করা হয়। আধার কার্ডের তথ্যের সঙ্গে টিকিটে থাকা নাম, পরিচয় মিলিয়ে দেখা হবে।
এম আধার অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করলে, আধার নম্বর, নাম, জন্মতারিখ, ঠিকানা- যাবতীয় তথ্য চলে আসবে। এটি অফলাইন মোডেও কাজ করবে। এটি মূলত আধার কার্ডের জালিয়াতি ও অপব্যবহার রোধ করতে ব্যবহার করা হয়। আধার কার্ডের তথ্যের সঙ্গে টিকিটে থাকা নাম, পরিচয় মিলিয়ে দেখা হবে।
advertisement
7/8
যদি TTE মনে করেন যে যাত্রীর দেওয়া আধার কার্ডটি জাল, তাহলে তিনি সেই যাত্রীকে সঙ্গে সঙ্গে আরপিএফ বা জিআরপির হাতে তুলে দেবেন।
যদি TTE মনে করেন যে যাত্রীর দেওয়া আধার কার্ডটি জাল, তাহলে তিনি সেই যাত্রীকে সঙ্গে সঙ্গে আরপিএফ বা জিআরপির হাতে তুলে দেবেন।
advertisement
8/8
আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নিয়মও খুবই সহজ। যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাঁরা যেমন আধার নম্বর দিতে পারেন তেমন পুরনো অ্যাকাউন্টধারীরাও তা যুক্ত করতে পারেন। এর জন্য নিজস্ব অ্যাকাউন্টে গিয়ে ‘মাই প্রোফাইল’ বিভাগে গিয়ে ‘আধার কেওয়াইসি’-তে ক্লিক করতে হবে। সেখানেই আধার নম্বর দেওয়া যাবে। এর পরে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে মেসেজের মাধ্যমে। সেটি দিতে হবে।
আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার নিয়মও খুবই সহজ। যাঁরা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাঁরা যেমন আধার নম্বর দিতে পারেন তেমন পুরনো অ্যাকাউন্টধারীরাও তা যুক্ত করতে পারেন। এর জন্য নিজস্ব অ্যাকাউন্টে গিয়ে ‘মাই প্রোফাইল’ বিভাগে গিয়ে ‘আধার কেওয়াইসি’-তে ক্লিক করতে হবে। সেখানেই আধার নম্বর দেওয়া যাবে। এর পরে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে মেসেজের মাধ্যমে। সেটি দিতে হবে।
advertisement
advertisement
advertisement