Train Accident: দ্রুত গতিতে চলন্ত অবস্থায় হঠাৎ দুভাগ ট্রেন! পিছনে ছুটে আসছিল আরও একটি গাড়ি, আতঙ্কে সিঁটিয়ে গেলেন যাত্রীরা

Last Updated:
Train Accident: ফের বিপদের ট্রেনযাত্রা। চলতে চলতে হঠাৎ দুভাগ হয়ে গেল একটি মালগাড়ি। সেই সময় যথেষ্ট গতি ছিল মালগাড়িটির। তাই এই ঘটনার জেরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
1/5
জামুই: ফের বিপদের ট্রেনযাত্রা। চলতে চলতে হঠাৎ দুভাগ হয়ে গেল একটি মালগাড়ি। সেই সময় যথেষ্ট গতি ছিল মালগাড়িটির। তাই এই ঘটনার জেরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। Representative Image
জামুই: ফের বিপদের ট্রেনযাত্রা। চলতে চলতে হঠাৎ দুভাগ হয়ে গেল একটি মালগাড়ি। সেই সময় যথেষ্ট গতি ছিল মালগাড়িটির। তাই এই ঘটনার জেরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। Representative Image
advertisement
2/5
দুভাগ হয়ে যাওয়ার পরে মালগাড়িটির কিছুটা অংশ ইঞ্জিনের সঙ্গে এগিয়ে যায়। বাকি কামরাগুলি পিছনে পড়ে ছিল। শুধু তাই নয়, একই সময় ওই ট্র্যাকে পিছন থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনও দ্রুত গতিতে আসছিল। Representative Image
দুভাগ হয়ে যাওয়ার পরে মালগাড়িটির কিছুটা অংশ ইঞ্জিনের সঙ্গে এগিয়ে যায়। বাকি কামরাগুলি পিছনে পড়ে ছিল। শুধু তাই নয়, একই সময় ওই ট্র্যাকে পিছন থেকে একটি প্যাসেঞ্জার ট্রেনও দ্রুত গতিতে আসছিল। Representative Image
advertisement
3/5
সৌভাগ্যক্রমে, রেল কর্মীদের তৎপরতায় পিছনের ট্রেনটিকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাটি ঘটেছে কিউল-জসিডিহ রেলখণ্ডে ঘটেছে। জানা গিয়েছে, মালগাড়ির কাপলিং ভেঙে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। Representative Image
সৌভাগ্যক্রমে, রেল কর্মীদের তৎপরতায় পিছনের ট্রেনটিকে নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাটি ঘটেছে কিউল-জসিডিহ রেলখণ্ডে ঘটেছে। জানা গিয়েছে, মালগাড়ির কাপলিং ভেঙে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। Representative Image
advertisement
4/5
শনিবার মালগাড়িটি জসিডিহ থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেনটি রজলা ফাটকের কাছে দিয়ে যাচ্ছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। Representative Image
শনিবার মালগাড়িটি জসিডিহ থেকে ঝাঝার দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেনটি রজলা ফাটকের কাছে দিয়ে যাচ্ছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে। Representative Image
advertisement
5/5
সময়মতো লোকো পাইলট এই বিষয়টি জানতে পারায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, বলে জানান এক রেলকর্তা। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বেশ কিছু রেলকর্মী। তাঁরা ট্রেনের খোলা কাপলিং পুনরায় জোড়া দিয়ে মালগাড়িটিকে ফের চালানোর ব্যবস্থা করেন। Representative Image
সময়মতো লোকো পাইলট এই বিষয়টি জানতে পারায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, বলে জানান এক রেলকর্তা। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বেশ কিছু রেলকর্মী। তাঁরা ট্রেনের খোলা কাপলিং পুনরায় জোড়া দিয়ে মালগাড়িটিকে ফের চালানোর ব্যবস্থা করেন। Representative Image
advertisement
advertisement
advertisement