Indian Railways: ১০০ ছাড়াচ্ছে ওয়েটিং লিস্ট...! গরমের ছুটি পড়তেই টিকিটের চাহিদা তুঙ্গে 'এই' রুটে! দেখে নিন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: তালিকায় বন্দেভারত এক্সপ্রেস আছে! পর্যটনপ্রেমী বাঙালি এই সুযোগটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না। বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে, তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমাণ টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়।
advertisement
advertisement
১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২.০৫.২০২৪ এবং ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে, ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০। পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া -পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ২৪.০৫.২০২৪ তারিখে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে অনুরোধ, আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার টিকিট বুক করুন আর ঘুরে আসুন আপনার পছন্দমতো জায়গা থেকে। পূর্বরেল সবসময় আপনাদের পাশে আছে। তবে স্পেশাল ট্রেন সময়ে চলাচল নিয়ে অনেক যাত্রী প্রশ্ন তোলেন। রেলের দাবি সময় মেনেই ট্রেন চলবে৷