'বেটা, ইয়ে লো...', TT-কে দেখতেই একটা 'কাগজ' এগিয়ে দিলেন মাঝবয়সি যাত্রী, সঙ্গে সঙ্গে 'ঢিপ' করে প্রণাম টিকিট পরীক্ষকের, পরক্ষণেই যা ঘটল, ছুটল ঘাম!

Last Updated:
Indian Railways: সিটে বসেছিলেন মধ্যবয়সি যাত্রী। সকাল সকাল টিটিরা কোচে কোচে টহল দিচ্ছিল। টিটিই এসে টিকিট চাইতেই ওই যাত্রী এগিয়ে দিলেন একটা 'কাগজ'। কী আছে কাগজে? অবাক চোখে তাকালেন টিকিট পরীক্ষক।
1/11
শয়ে শয়ে যাত্রী প্রতিদিন ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছন। কিন্তু এই যাত্রীদের ভিড়েই আবার লুকিয়ে থাকেন এমন অনেক মানুষ যাঁরা বিনা টিকিটেই ভ্রমণ করেন রেলের চোখে ধুলো দিয়ে।
শয়ে শয়ে যাত্রী প্রতিদিন ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছন। কিন্তু এই যাত্রীদের ভিড়েই আবার লুকিয়ে থাকেন এমন অনেক মানুষ যাঁরা বিনা টিকিটেই ভ্রমণ করেন রেলের চোখে ধুলো দিয়ে।
advertisement
2/11
ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের ধরতে এবং রিজার্ভেশন থাকা যাত্রীদের স্বচ্ছন্দে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রায়ই বিশেষ ব্যবস্থা নেয়। সম্প্রতি এমনই এক অভিযান চলাকালীন ঘটল চমকপ্রদ ঘটনা।
ভারতীয় রেল টিকিটবিহীন যাত্রীদের ধরতে এবং রিজার্ভেশন থাকা যাত্রীদের স্বচ্ছন্দে ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রায়ই বিশেষ ব্যবস্থা নেয়। সম্প্রতি এমনই এক অভিযান চলাকালীন ঘটল চমকপ্রদ ঘটনা।
advertisement
3/11
ঘটনাটি ঘটেছে ঝাঁসি রেল ডিভিশনে। বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান চালাচ্ছিল রাঁচি ডিভিশন। ঠিক তখনই আচমকা এমন কিছু ঘটল যা টিকিট পরীক্ষক স্বপ্নেও হয়ত ভাবতে পারেননি। এমনও ঘটতে পারে?
ঘটনাটি ঘটেছে ঝাঁসি রেল ডিভিশনে। বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান চালাচ্ছিল রাঁচি ডিভিশন। ঠিক তখনই আচমকা এমন কিছু ঘটল যা টিকিট পরীক্ষক স্বপ্নেও হয়ত ভাবতে পারেননি। এমনও ঘটতে পারে?
advertisement
4/11
সিটে বসেছিলেন মধ্যবয়সি যাত্রী। সকাল সকাল টিটিরা কোচে কোচে টহল দিচ্ছিল। টিটিই এসে টিকিট চাইতেই ওই যাত্রী এগিয়ে দিলেন একটা 'কাগজ'। কী আছে কাগজে? অবাক চোখে তাকালেন টিকিট পরীক্ষক।
সিটে বসেছিলেন মধ্যবয়সি যাত্রী। সকাল সকাল টিটিরা কোচে কোচে টহল দিচ্ছিল। টিটিই এসে টিকিট চাইতেই ওই যাত্রী এগিয়ে দিলেন একটা 'কাগজ'। কী আছে কাগজে? অবাক চোখে তাকালেন টিকিট পরীক্ষক।
advertisement
5/11
পরমুহূর্তে কাগজের লেখা দেখেই চমকে ওঠেন টিটি। কাগজটি হাতে নিয়ে ভাল করে পরীক্ষা করতেই বিস্মিত চোখে মাঝবয়সি ওই যাত্রীকে পা ছুঁয়ে প্রণাম করলেন টিকিট পরীক্ষক। তাঁকে জানালেন অভিনন্দনও। কিন্তু তারপেই যা ঘটল!
পরমুহূর্তে কাগজের লেখা দেখেই চমকে ওঠেন টিটি। কাগজটি হাতে নিয়ে ভাল করে পরীক্ষা করতেই বিস্মিত চোখে মাঝবয়সি ওই যাত্রীকে পা ছুঁয়ে প্রণাম করলেন টিকিট পরীক্ষক। তাঁকে জানালেন অভিনন্দনও। কিন্তু তারপেই যা ঘটল!
advertisement
6/11
টিটি ওই ব্যক্তির দেওয়া কাগজ ভাল করে পরীক্ষা করে জানান,
টিটি ওই ব্যক্তির দেওয়া কাগজ ভাল করে পরীক্ষা করে জানান, "এই কাগজটি আপনার সমাজসেবামূলক কাজের জন্য। আপনি ভাল কাজ করছেন, আমি আপনাকে এই কাজের জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করতে*ও প্রস্তুত।"
advertisement
7/11
তবে একইসঙ্গে টিকিট পরীক্ষক বলেন,
তবে একইসঙ্গে টিকিট পরীক্ষক বলেন, "কিন্তু আপনার জেনে রাখা ভাল যে ট্রেনে ভ্রমণের জন্য আপনাকে কিন্তু টিকিট কাটতেই হবে। যাত্রী অবশ্য এত সহজে এই কথা মেনে নেননি। বরং লোকটি অনেকক্ষণ ধরে টিটি-র সঙ্গে তর্ক করতে থাকেন।
advertisement
8/11
তবে টিটি তাঁর কোনও ওজোর-যুক্তি শোনেননি এবং তিনি জরিমানা আদায় করে তবেই তাঁকে ছাড়েন। নেন প্রয়োজনীয় ব্যবস্থাও।
তবে টিটি তাঁর কোনও ওজোর-যুক্তি শোনেননি এবং তিনি জরিমানা আদায় করে তবেই তাঁকে ছাড়েন। নেন প্রয়োজনীয় ব্যবস্থাও।
advertisement
9/11
বস্তুত ট্রেনে এই ধরণের টিকিট চেকিং অভিযানের সময় প্রায়ই অনিয়মিত ভ্রমণকারী যাত্রীদের এখানে-সেখানে লুকিয়ে থাকতে দেখা যায়।
বস্তুত ট্রেনে এই ধরণের টিকিট চেকিং অভিযানের সময় প্রায়ই অনিয়মিত ভ্রমণকারী যাত্রীদের এখানে-সেখানে লুকিয়ে থাকতে দেখা যায়।
advertisement
10/11
ধরা পরে যাওয়ার ভয়ে কেউ কেউ টয়লেটে লুকিয়ে থাকে আবার কেউ কেউ অন্য কোচের দিকে দৌড়োয়। চারিদিকে ছুটোছুটি পরে যায়। কিন্তু এমন ঘটনা নিঃসন্দেহে বিরল।
ধরা পরে যাওয়ার ভয়ে কেউ কেউ টয়লেটে লুকিয়ে থাকে আবার কেউ কেউ অন্য কোচের দিকে দৌড়োয়। চারিদিকে ছুটোছুটি পরে যায়। কিন্তু এমন ঘটনা নিঃসন্দেহে বিরল।
advertisement
11/11
সূত্রের খবর, সহকারী কমার্শিয়াল ম্যানেজার পঙ্কজ ত্রিপাঠীর নেতৃত্বে পরিচালিত এই টিকিট চেকিং অভিযানে চিফ টিকিট ইন্সপেক্টর মনোহর লাল মীনা, শ্রীলাল, ইমতিয়াজ রহমান ডেপুটি সিটিআই, জিতেন্দ্র কুমার বর্মা, সিটিআই, মহেন্দ্র সিং প্যাটেল ডেপুটি সিটিআই, মোহম্মদ মুদাসসার খান ডেপুটি সিটিআই, মুকেশ কুশওয়াহা ডেপুটি সিটিআই, নরেশ শর্মা অংশ নেন।
সূত্রের খবর, সহকারী কমার্শিয়াল ম্যানেজার পঙ্কজ ত্রিপাঠীর নেতৃত্বে পরিচালিত এই টিকিট চেকিং অভিযানে চিফ টিকিট ইন্সপেক্টর মনোহর লাল মীনা, শ্রীলাল, ইমতিয়াজ রহমান ডেপুটি সিটিআই, জিতেন্দ্র কুমার বর্মা, সিটিআই, মহেন্দ্র সিং প্যাটেল ডেপুটি সিটিআই, মোহম্মদ মুদাসসার খান ডেপুটি সিটিআই, মুকেশ কুশওয়াহা ডেপুটি সিটিআই, নরেশ শর্মা অংশ নেন।
advertisement
advertisement
advertisement