Indian Railways: টিকিট আছে উঠতে দিন! কিছুতেই ট্রেনে উঠতে পারলেন না দম্পতি, তাতেই খুলল ভাগ্য! মাথায় হাত ভারতীয় রেলের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভিড়ের জন্য ট্রেনে উঠতে পারেননি দম্পতি। যাত্রা বাতিল হওয়ায় বহু টাকার ক্ষতি হয়। কিন্তু এরপর তারা যা করলেন, মাথায় হাত পড়ল ভারতীয় রেলের।
নয়াদিল্লি: ১৩ এপ্রিল ২০২২, সময় ১১:৫৩। বেঙ্গালুরুর কৃষ্ণরাজপুরম (KJM) স্টেশনে ৬৫ বছর বয়সী পূর্ণা রামকৃষ্ণ এবং তার স্ত্রী হিমাবতী গৌহাটি এক্সপ্রেস ধরতে পৌঁছেছিলেন। বিজয়ওয়াড়া পর্যন্ত যাত্রার জন্য তাদের কাছে ₹৮৯২.৫ টাকার সংরক্ষিত স্লিপার ক্লাসের টিকিট ছিল। স্টেশনে পৌঁছানোর জন্য তারা আগেই ₹১৬৫ অটোতে খরচ করেছিলেন। Representative Image
advertisement
advertisement
ইকোনমিক টাইমস-এর একটি রিপোর্ট অনুযায়ী, দম্পতি রেলওয়েকে ইমেল, মেসেজ এবং অভিযোগ পাঠিয়েছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। আশা ছিল যে রেলওয়ে নিজেই TDR (Ticket Deposit Receipt) ফাইল করবে, কারণ তারা সেই রাতেই পরিস্থিতির তথ্য পাঠিয়েছিলেন। কিন্তু রেল কিছুই করেনি। অবশেষে তাঁরা বেঙ্গালুরু আরবান ২ জেলা উপভোক্তা কমিশনে মামলা দায়ের করেন।
advertisement
advertisement
advertisement