Indian Railways: গভীর রাতে থামল ট্রেন...! ঘুটঘুটে অন্ধকার পুরো কামড়া, সিটের নীচে তাকাতেই চিৎকার করে কান্না মহিলার, তারপর CCTV- তে যা ধরা পড়ল..., শিউরে উঠবেন!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Indian Railways: সম্প্রতি নয়াদিল্লি থেকে বিশাখাপত্তনমগামী এপি এক্সপ্রেসের স্লিপার কোচে একা ভ্রমণ করছিলেন এক মহিলা। রাতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঝাঁসি স্টেশনে তার ঘুম ভেঙে যায়। তারপর চোখ খুলে সিটের তলায় তাকাতেই যা দেখেন...
advertisement
advertisement
advertisement
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, ওড়িশার রামগড় জেলার থানা গুণপুরের বাসিন্দা মহিলা যাত্রী বর্ষা রানী কুম্ভহার ২০৮০৬ এপি এক্সপ্রেসের কোচ এস-৬-এ ভ্রমণ করছিলেন। ট্রেনটি রাত ৮ টায় দিল্লি ছেড়ে যায়। রাত ১০ টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১ টার দিকে ট্রেনটি ঝাঁসিতে পৌঁছানোর পর থামে৷ এবং সঙ্গে সঙ্গেই তিনি ঘুম থেকে উঠে পড়েন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement