Indian Railways: বার্থে চাদর টেনে ঘুমোচ্ছিল, একটা হাত এগিয়ে এল আস্তে আস্তে....খপাৎ করে ধরল! জ্বলল আলো, চেঁচামেচি..ছুটে এল GRP
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ঘটনার পর যাত্রীরা ট্রেনে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] তথ্য অনুযায়ী, দেবেন্দ্র ইনানি তাঁর পরিবারের আট সদস্যকে নিয়ে হরিদ্বার যাচ্ছিলেন। তিনি তাঁর মা সহ পরিবারের তিনজন মৃত সদস্যের চিতাভস্ম নিয়ে যাচ্ছিলেন। ইনদওর থেকে ট্রেনটি উত্তর প্রদেশের লক্ষ্মীবাঈ নগর স্টেশন থেকে ছেড়েছিল। জানা গিয়েছে, চোর গভীর রাতে মোরেনা এবং আগ্রার মধ্যে ট্রেনে উঠেছিল। Generated image</dd>
<dd>[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] প্রথমে সে S-1 থেকে চুরি করে, চোর S-4 কোচ থেকে ট্রেনে ওঠে। এর পরে সে S-2 কোচে পৌঁছয়, যেখানে সে ইনানির মায়ের অস্থিভস্ম পূর্ণ ব্যাগটা রাখার জন্য হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে দেবেন্দ্র ইনানি জেগে ওঠে এবং চোরকে হাতেনাতে ধরে ফেলে। Generated image</dd>
<dd>[/caption]
advertisement
[caption id="" align="aligncenter" width="1200"] শব্দ শুনে আশেপাশের যাত্রীরা জেগে ওঠে এবং চোরকে ঘটনাস্থলেই মারধর করে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত ব্যক্তি এর আগের বগিতেও চুরি করার চেষ্টা করেছিল। নিউজ১৮-এর সাথে কথা বলতে গিয়ে দেবেন্দ্র ইনানি আবেগপ্রবণ হয়ে বলেন, "যদি আমার মায়ের ভস্ম নষ্ট হয়ে যায়, তাহলে আমার মায়ের আত্মাকে আমি কী জবাব দেব"। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করে তিনি বলেন, এটা কেবল চুরি নয়, বরং ধর্মীয় ও পারিবারিক অনুভূতিতে আঘাত করার মতো ঘটনা। Generated image</dd>
<dd>[/caption]
advertisement