রাম রাজ্য ঘোরাতে এবার ‘রামায়ণ এক্সপ্রেস’, নবরাত্রিতে যাত্রা শুরু

Last Updated:
শিবরাত্রি উপলক্ষে ট্রেনের ভিতর শিবমন্দিরের পর এবার তীর্থযাত্রীদের জন্য ফের নয়া উদ্যোগ ভারতীয় রেলের ৷
1/6
 শিবরাত্রি উপলক্ষে ট্রেনের ভিতর শিবমন্দিরের পর এবার তীর্থযাত্রীদের জন্য ফের নয়া উদ্যোগ ভারতীয় রেলের ৷ এবার নবরাত্রি উপলক্ষে রাম ভক্ত তীর্থযাত্রীদের জন্য চালু হতে চলেছে শ্রী রামায়ণ এক্সপ্রেস ৷ মার্চের ২৮ তারিখ বিশেষ যাত্রা শুরু করবে এই রামায়ণ এক্সপ্রেস ৷
শিবরাত্রি উপলক্ষে ট্রেনের ভিতর শিবমন্দিরের পর এবার তীর্থযাত্রীদের জন্য ফের নয়া উদ্যোগ ভারতীয় রেলের ৷ এবার নবরাত্রি উপলক্ষে রাম ভক্ত তীর্থযাত্রীদের জন্য চালু হতে চলেছে শ্রী রামায়ণ এক্সপ্রেস ৷ মার্চের ২৮ তারিখ বিশেষ যাত্রা শুরু করবে এই রামায়ণ এক্সপ্রেস ৷
advertisement
2/6
নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে এই রামায়ণ এক্সপ্রেস ৷ ১৭ দিন ও ১৬ রাতের এই ট্যুরে তীর্থযাত্রীদের এই ট্রেন নিয়ে যাবে সেই সমস্ত জায়গায় যে সব জায়গার সঙ্গে উল্লেখ রয়েছে শ্রী রামের ৷ এই পর্যটন স্থানগুলিকে বলা হয় রামায়ণ সার্কিট অফ ইন্ডিয়া ৷
নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে এই রামায়ণ এক্সপ্রেস ৷ ১৭ দিন ও ১৬ রাতের এই ট্যুরে তীর্থযাত্রীদের এই ট্রেন নিয়ে যাবে সেই সমস্ত জায়গায় যে সব জায়গার সঙ্গে উল্লেখ রয়েছে শ্রী রামের ৷ এই পর্যটন স্থানগুলিকে বলা হয় রামায়ণ সার্কিট অফ ইন্ডিয়া ৷
advertisement
3/6
 অযোধ্যার রাম জন্মভূমি সহ এই ট্রেন যাত্রীদের ঘোরাবে বিহারের সীতামারহি, নাসিকের পঞ্চবটি, রামেশ্বরমের জ্যোর্তিলিঙ্গ শিব মন্দির সহ একাধিক পর্যটন স্থল ৷ দিল্লি, সফদরগঞ্জ, গাজিয়াবাদ, মোরাদাবাদ, বরেলি এবং লখনউ স্টেশন থেকে যাত্রীরা এই ট্রেন ধরতে পারবেন ৷ উল্লেখ্য, এই ট্যুরে রয়েছে শ্রীলঙ্কা ৷
অযোধ্যার রাম জন্মভূমি সহ এই ট্রেন যাত্রীদের ঘোরাবে বিহারের সীতামারহি, নাসিকের পঞ্চবটি, রামেশ্বরমের জ্যোর্তিলিঙ্গ শিব মন্দির সহ একাধিক পর্যটন স্থল ৷ দিল্লি, সফদরগঞ্জ, গাজিয়াবাদ, মোরাদাবাদ, বরেলি এবং লখনউ স্টেশন থেকে যাত্রীরা এই ট্রেন ধরতে পারবেন ৷ উল্লেখ্য, এই ট্যুরে রয়েছে শ্রীলঙ্কা ৷
advertisement
4/6
পাঁচটি নন-এসি স্লিপার ক্লাস এবং পাঁচ এসি-৩ টিয়ার কোচের সঙ্গে শ্রী রামায়ণ এক্সপ্রেসে রয়েছে ১০ টি কোচ ৷ আগে এলে আগে টিকিট এই ভিত্তিতে এই বিশেষ ট্যুরের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা রেখেছে ৷ স্লিপার ক্লাসের জন্য ব্যক্তি প্রতি ভাড়া লাগবে ১৬,০৬৫ টাকা ৷ এসি কোচের প্যাকেজ ব্যক্তি প্রতি ২৬,৭৭৫ টাকা ৷
পাঁচটি নন-এসি স্লিপার ক্লাস এবং পাঁচ এসি-৩ টিয়ার কোচের সঙ্গে শ্রী রামায়ণ এক্সপ্রেসে রয়েছে ১০ টি কোচ ৷ আগে এলে আগে টিকিট এই ভিত্তিতে এই বিশেষ ট্যুরের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা রেখেছে ৷ স্লিপার ক্লাসের জন্য ব্যক্তি প্রতি ভাড়া লাগবে ১৬,০৬৫ টাকা ৷ এসি কোচের প্যাকেজ ব্যক্তি প্রতি ২৬,৭৭৫ টাকা ৷
advertisement
5/6
শ্রীলঙ্কার ভ্রমণের জন্য পৃথকভাবে যাত্রীদের ভাড়া দিতে হবে ৷ সেখান থেকে ফেরার জন্য ফ্লাইট বুক করে দেওয়া হবে আইআরসিটি-এর তরফে তার জন্য ব্যক্তি প্রতি অতিরিক্ত খরচ হবে ৩৭ হাজার ৮০০ টাকা।
শ্রীলঙ্কার ভ্রমণের জন্য পৃথকভাবে যাত্রীদের ভাড়া দিতে হবে ৷ সেখান থেকে ফেরার জন্য ফ্লাইট বুক করে দেওয়া হবে আইআরসিটি-এর তরফে তার জন্য ব্যক্তি প্রতি অতিরিক্ত খরচ হবে ৩৭ হাজার ৮০০ টাকা।
advertisement
6/6
নবরাত্রির কারণে এই ট্রেনে যাত্রীদের পেঁয়াজ-রসুন ছাড়া খাবার সরবরাহ করা হবে ৷ মেনুতে থাকবে সাবুদানা খিচুড়ি, ফ্রুটস কার্ড এবং পটোটে চাটের মতো খাবার ৷
নবরাত্রির কারণে এই ট্রেনে যাত্রীদের পেঁয়াজ-রসুন ছাড়া খাবার সরবরাহ করা হবে ৷ মেনুতে থাকবে সাবুদানা খিচুড়ি, ফ্রুটস কার্ড এবং পটোটে চাটের মতো খাবার ৷
advertisement
advertisement
advertisement