Indian Railways: টয়লেটে ঢুকেছিলেন মহিলা..বেরিয়েই চিৎকার! ছুটে এল GRP, সিসিটিভি ফুটেজ দেখতেই পরিষ্কার হল সব

Last Updated:
ছোট ছেলেকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের হৃষীকেশ থেকে ট্রেনে করে গাজিয়াবাদে এসেছিলেন ওই মহিলা৷ স্টেশনে নেমেই গাজিয়াবাদ মেট্রো স্টেশনের খোঁজ করছিলেন তিনি৷ তখনই..
1/9
ভারতীয় রেলওয়ের এত বিশাল নেটওয়ার্ক৷ তাতে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে৷ কত যে ঘটনা ঘটে৷ তাই রেলে সফর করার সময় খুব চোখ কান খোলা রেখে যাতায়াত করতে হয়৷ Generated image
ভারতীয় রেলওয়ের এত বিশাল নেটওয়ার্ক৷ তাতে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে৷ কত যে ঘটনা ঘটে৷ তাই রেলে সফর করার সময় খুব চোখ কান খোলা রেখে যাতায়াত করতে হয়৷ Generated image
advertisement
2/9
সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যাতে একটা ছোট্ট ভুলের জন্য বিরাট ক্ষতি হয়ে যাচ্ছিল এক মহিলার৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যাতে একটা ছোট্ট ভুলের জন্য বিরাট ক্ষতি হয়ে যাচ্ছিল এক মহিলার৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/9
ছোট ছেলেকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের হৃষীকেশ থেকে ট্রেনে করে গাজিয়াবাদে এসেছিলেন ওই মহিলা৷ স্টেশনে নেমেই গাজিয়াবাদ মেট্রো স্টেশনের খোঁজ করছিলেন তিনি৷ তখনই.. Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ছোট ছেলেকে সঙ্গে নিয়ে উত্তরপ্রদেশের হৃষীকেশ থেকে ট্রেনে করে গাজিয়াবাদে এসেছিলেন ওই মহিলা৷ স্টেশনে নেমেই গাজিয়াবাদ মেট্রো স্টেশনের খোঁজ করছিলেন তিনি৷ তখনই.. Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/9
তখনই পিছন থেকে আসে সলমন খান নামের এক ব্যক্তি৷ কথায় কথায় ওই মহিলার বিশ্বাস অর্জন করে সলমন৷ তারপর মেট্রো স্টেশন চিনিয়ে দেওয়ার ছলে ওই মহিলা ও তাঁর বাচ্চার পাশে পাশেই হাঁটতে শুরু করেন৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] তখনই পিছন থেকে আসে সলমন খান নামের এক ব্যক্তি৷ কথায় কথায় ওই মহিলার বিশ্বাস অর্জন করে সলমন৷ তারপর মেট্রো স্টেশন চিনিয়ে দেওয়ার ছলে ওই মহিলা ও তাঁর বাচ্চার পাশে পাশেই হাঁটতে শুরু করেন৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/9
ওই মহিলা সলমনকে এতটাই বিশ্বাস করে ফেলেছিলেন যে, তাঁর সঙ্গে তাঁর আত্মীয়ের বাড়িও চলে যান৷ ফেরার সময় স্টেশনের টয়লেট দেখতে পেয়ে মহিলা তাঁর বাচ্চা ও ব্যাগ ওই ব্যক্তির হাতে দিয়ে টয়লেট করতে যান৷  Generated image
ওই মহিলা সলমনকে এতটাই বিশ্বাস করে ফেলেছিলেন যে, তাঁর সঙ্গে তাঁর আত্মীয়ের বাড়িও চলে যান৷ ফেরার সময় স্টেশনের টয়লেট দেখতে পেয়ে মহিলা তাঁর বাচ্চা ও ব্যাগ ওই ব্যক্তির হাতে দিয়ে টয়লেট করতে যান৷ Generated image
advertisement
6/9
বেরিয়েই চিৎকার করে ওঠেন৷ কারণ, ততক্ষণে তো তাঁর ছেলে আর মোবাইল সব নিয়ে চম্পট দিয়েছে সলমন৷ ছেলের জন্য আর্তনাদকরে প্ল্যাটফর্মে কাঁদতে শুরু করেন ওই মহিলা৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] বেরিয়েই চিৎকার করে ওঠেন৷ কারণ, ততক্ষণে তো তাঁর ছেলে আর মোবাইল সব নিয়ে চম্পট দিয়েছে সলমন৷ ছেলের জন্য আর্তনাদ করে প্ল্যাটফর্মে কাঁদতে শুরু করেন ওই মহিলা৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/9
অবশেষে রেল পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে৷ সিসিটিভিতে দেখা যায়, ওই ব্যক্তি বাচ্চাটিকে আইসক্রিম খাওয়াতে খাওয়াতে ভুলিয়ে নিয়ে চলে যায়৷
অবশেষে রেল পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে৷ সিসিটিভিতে দেখা যায়, ওই ব্যক্তি বাচ্চাটিকে আইসক্রিম খাওয়াতে খাওয়াতে ভুলিয়ে নিয়ে চলে যায়৷
advertisement
8/9
রেলওয়ে অফিসার সুদেশ কুমার বলেন, ‘‘শিশুটির মা নিঃসন্দেহে খুশি। রেলওয়ে এসপি মোরাদাবাদ দলটিকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দিয়েছেন। মহিলাটি হৃষীকেশ থেকে দিল্লিতে এসেছিলেন। মহিলাকে সাহায্য করার অজুহাতে অভিযুক্ত ব্যক্তি তাঁকে তাঁর আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে শিশুটিকে আইসক্রিম খাওয়ায়। মহিলাটি তাঁর মোবাইল এবং শিশুটিকে দিয়ে ওয়াশরুমে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার বোনকে দিতে চেয়েছিল।’’
রেলওয়ে অফিসার সুদেশ কুমার বলেন, ‘‘শিশুটির মা নিঃসন্দেহে খুশি। রেলওয়ে এসপি মোরাদাবাদ দলটিকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দিয়েছেন। মহিলাটি হৃষীকেশ থেকে দিল্লিতে এসেছিলেন। মহিলাকে সাহায্য করার অজুহাতে অভিযুক্ত ব্যক্তি তাঁকে তাঁর আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি গাজিয়াবাদ রেলওয়ে স্টেশনে শিশুটিকে আইসক্রিম খাওয়ায়। মহিলাটি তাঁর মোবাইল এবং শিশুটিকে দিয়ে ওয়াশরুমে চলে যায়। অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে তার বোনকে দিতে চেয়েছিল।’’
advertisement
9/9
সলমন জানিয়েছে, তাঁর তিন মেয়ে, তাই সেলদেখা মাত্রই ওই মহিলার ছেলেকে অপহরণ করার ছক কষেছিল৷
সলমন জানিয়েছে, তাঁর তিন মেয়ে, তাই সেলদেখা মাত্রই ওই মহিলার ছেলেকে অপহরণ করার ছক কষেছিল৷
advertisement
advertisement
advertisement