Post Office: ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে পোস্ট অফিসে বন্ধ হচ্ছে এই পরিষেবা, বদলে যাচ্ছে ১২৭ বছরের নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ভবিষ্যতে কী হবে এখন কেউই বলতে পারছেন না তবে আপামর পোস্ট অফিস গ্রাহকেরা চাইছেন বছরের পর বছর এই পোস্ট অফিসের ধীরগতির কাজ থেকে মুক্তি পেয়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারাও এগিয়ে যাক।
advertisement
ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানোর ১২৭ বছরের পুরনো গতে বাধা সেই পরিষেবা। বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিতে সময়ের সঙ্গে এগিয়ে যেতে ডাক বিভাগের কর্মদক্ষতা বাড়াতে এবং তার পাশাপাশি খরচ কমাতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
এর ফলে স্বাভাবিকভাবেই পরিষেবা যথেষ্টই দ্রুত গতিতে পাবেন গ্রাহকেরা। স্পিড পোস্টের আওতায় এলে পরে পরিষেবা দ্রুত হলেও ১২৭ বছরের ভারতীয় ডাক বিভাগের যে রেজিস্ট্রি পোস্ট ছিল আজ পর্যন্ত কেউ তাতে দাগ কাটতে পারেনি। ব্যাংক পোস্ট অফিস কিংবা টাকা পয়সা জড়িত যে কোনও বহু মূল্যবান নথিপত্র কিন্তু পাঠান হত কোনও প্রাইভেট কিংবা বেসরকারি কুরিয়ার সার্ভিসে নয়, এই ডাক পরিষেবার রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে।
advertisement
advertisement
advertisement






