Pakistan and China: বিশ্বমঞ্চে চিনের মুখোশ টেনে খুলে দিল ভারত, পাকিস্তানের মুখপাত্র হয়ে ভুয়ো খবর ছড়াচ্ছিল চিন, করছিল ভারতীয় সেনার নামে কুৎসা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mission Sindoor: ভারত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারপরেই পাকিস্তান নেমেছে ভারতের আক্রমণকে হেও করতে তাতে মদত দিচ্ছিল চিন, এবার ভারত যা করল
নয়াদিল্লি: ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে মেগা পদক্ষেপ নেয়, তখন পাকিস্তান একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এমনিতেই ভারতের সঙ্গে সেভাবে ভাল সম্পর্ক নয় চিনের এমনটাই ওয়াকিবহাল মহলের ধারণা৷ অপারেশন সিঁদুরের দিনে ফের একবার চিন নিজের অবস্থান দেখিয়ে বিশ্বের সামনে নিজের জাত চিনিয়ে দিল৷
advertisement
তারা এমন কাজ করেছে যে মনে হচ্ছে পাকিস্তানের তুলনায় চিনে বেশি আতঙ্ক বিরাজ করছে। এই কারণেই চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস, পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করছে৷ গ্লোবাল টাইমস ভুয়া খবর ছড়াচ্ছে বিশ্ব মঞ্চে৷ আর তাই সত্য বলে মেনে নিচ্ছিল বহু সংবাদ পাঠক৷ যেখানে বলা হচ্ছিল যে বিমান হামলার জবাবে পাকিস্তান ভারতের যুদ্ধবিমানগুলি ভূপাতিত করেছে।
advertisement
advertisement
advertisement
advertisement