Pakistan and China: বিশ্বমঞ্চে চিনের মুখোশ টেনে খুলে দিল ভারত, পাকিস্তানের মুখপাত্র হয়ে ভুয়ো খবর ছড়াচ্ছিল চিন, করছিল ভারতীয় সেনার নামে কুৎসা

Last Updated:
Mission Sindoor: ভারত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারপরেই পাকিস্তান নেমেছে ভারতের আক্রমণকে হেও করতে তাতে মদত দিচ্ছিল চিন, এবার ভারত যা করল
1/6
নয়াদিল্লি: ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে মেগা পদক্ষেপ নেয়, তখন পাকিস্তান একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এমনিতেই ভারতের সঙ্গে সেভাবে ভাল সম্পর্ক নয় চিনের এমনটাই ওয়াকিবহাল মহলের ধারণা৷  অপারেশন সিঁদুরের দিনে ফের একবার চিন নিজের অবস্থান দেখিয়ে বিশ্বের সামনে নিজের জাত চিনিয়ে দিল৷
নয়াদিল্লি: ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদী শিবিরগুলির বিরুদ্ধে মেগা পদক্ষেপ নেয়, তখন পাকিস্তান একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। এমনিতেই ভারতের সঙ্গে সেভাবে ভাল সম্পর্ক নয় চিনের এমনটাই ওয়াকিবহাল মহলের ধারণা৷  অপারেশন সিঁদুরের দিনে ফের একবার চিন নিজের অবস্থান দেখিয়ে বিশ্বের সামনে নিজের জাত চিনিয়ে দিল৷
advertisement
2/6
তারা এমন কাজ করেছে যে মনে হচ্ছে পাকিস্তানের তুলনায় চিনে বেশি আতঙ্ক বিরাজ করছে। এই কারণেই চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস, পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করছে৷ গ্লোবাল টাইমস ভুয়া খবর ছড়াচ্ছে বিশ্ব মঞ্চে৷ আর তাই  সত্য বলে মেনে নিচ্ছিল বহু সংবাদ পাঠক৷ যেখানে বলা হচ্ছিল যে বিমান হামলার জবাবে পাকিস্তান ভারতের যুদ্ধবিমানগুলি  ভূপাতিত করেছে।
তারা এমন কাজ করেছে যে মনে হচ্ছে পাকিস্তানের তুলনায় চিনে বেশি আতঙ্ক বিরাজ করছে। এই কারণেই চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস, পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করছে৷ গ্লোবাল টাইমস ভুয়া খবর ছড়াচ্ছে বিশ্ব মঞ্চে৷ আর তাই  সত্য বলে মেনে নিচ্ছিল বহু সংবাদ পাঠক৷ যেখানে বলা হচ্ছিল যে বিমান হামলার জবাবে পাকিস্তান ভারতের যুদ্ধবিমানগুলি  ভূপাতিত করেছে।
advertisement
3/6
গ্লোবাল টাইমসের লেখাটি পাকিস্তানের বক্তব্যের প্রতিধ্বনি করেছে এবং ভারতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে৷ এরই উত্তরে মুখে ঝামা ঘষে দিয়েছে চিনের ভারতীয় দূতাবাস৷  দূতাবাস জোর দিয়ে বলেছে যে এই ধরনের চিত্রায়ন স্থল বাস্তবতাকে বিকৃত করে এবং "আঞ্চলিক শান্তি বা স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় ।"
গ্লোবাল টাইমসের লেখাটি পাকিস্তানের বক্তব্যের প্রতিধ্বনি করেছে এবং ভারতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে৷ এরই উত্তরে মুখে ঝামা ঘষে দিয়েছে চিনের ভারতীয় দূতাবাস৷  দূতাবাস জোর দিয়ে বলেছে যে এই ধরনের চিত্রায়ন স্থল বাস্তবতাকে বিকৃত করে এবং "আঞ্চলিক শান্তি বা স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় ।"
advertisement
4/6
চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস এর উপযুক্ত জবাব দিয়েছে। গ্লোবাল টাইমস অন এক্স-কে ট্রোল করে চিনের ভারতীয় দূতাবাস বলেছে, প্রিয় গ্লোবাল টাইমস, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এই ধরনের ভুল তথ্য ফরোয়ার্ড করার আগে আপনার তথ্য যাচাই করুন এবং আপনারা খবরের সোর্স চেক কaরুন৷ Photo Courtesy X Account
চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস এর উপযুক্ত জবাব দিয়েছে। গ্লোবাল টাইমস অন এক্স-কে ট্রোল করে চিনের ভারতীয় দূতাবাস বলেছে, প্রিয় গ্লোবাল টাইমস, আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এই ধরনের ভুল তথ্য ফরোয়ার্ড করার আগে আপনার তথ্য যাচাই করুন এবং আপনারা খবরের সোর্স চেক কaরুন৷ Photo Courtesy X Account
advertisement
5/6
অনেক পাকিস্তানপন্থী হ্যান্ডেল অপারেশন সিঁদুর সম্পর্কে ভিত্তিহীন দাবি ছড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন সংবাদমাধ্যমগুলি সোর্স যাচাই না করেই এই ধরনের তথ্য ভাগ করে, তখন এটি দায়িত্ব এবং সাংবাদিকতার নীতির জন্যে একটি গুরুতর অবক্ষয়কে প্রতিফলিত করে।
অনেক পাকিস্তানপন্থী হ্যান্ডেল অপারেশন সিঁদুর সম্পর্কে ভিত্তিহীন দাবি ছড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন সংবাদমাধ্যমগুলি সোর্স যাচাই না করেই এই ধরনের তথ্য ভাগ করে, তখন এটি দায়িত্ব এবং সাংবাদিকতার নীতির জন্যে একটি গুরুতর অবক্ষয়কে প্রতিফলিত করে।
advertisement
6/6
পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের অধীনে ভারতের পরবর্তী হামলার পর এই অঞ্চলে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধির মধ্যে এই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া এসেছে।
পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের অধীনে ভারতের পরবর্তী হামলার পর এই অঞ্চলে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা বৃদ্ধির মধ্যে এই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া এসেছে।
advertisement
advertisement
advertisement