Indian Army: কেন ধরা যাচ্ছে না পহেলগাঁও হামলার জঙ্গিদের? হাইড আউটই আসল কারণ! কী এই হাইড আউট জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:
Indian Army: পহেলগাঁও থেকে সম্ভাব‍্য দু’টি রুট দিয়ে পালিয়ে থাকতে পারে জঙ্গিরা।
1/6
শ্রীনগর: পহেলগাঁও হামলার পর বেশ কিছু কেটে গেলেও এখনও সেই জঙ্গিদের নাগাল পায়নি নিরাপত্তা বাহিনী। কিন্তু কেন জঙ্গিদের নাগাল পেতে এতটা সময় লাগছে সেনার? বাহিনী সূত্রে খবর, সম্ভবত জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে বেরিয়ে জঙ্গিরা গিয়ে লুকিয়েছে নিজেদের চিরাচরিত কোনও হাইডআউটে।
শ্রীনগর: পহেলগাঁও হামলার পর বেশ কিছু কেটে গেলেও এখনও সেই জঙ্গিদের নাগাল পায়নি নিরাপত্তা বাহিনী। কিন্তু কেন জঙ্গিদের নাগাল পেতে এতটা সময় লাগছে সেনার? বাহিনী সূত্রে খবর, সম্ভবত জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে বেরিয়ে জঙ্গিরা গিয়ে লুকিয়েছে নিজেদের চিরাচরিত কোনও হাইডআউটে।
advertisement
2/6
পহেলগাঁও থেকে সম্ভাব‍্য দু’টি রুট দিয়ে পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। প্রথম— পহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের রুট ধরে কোকরনাগ হয়ে জঙ্গলে ঘেরা ডাকসুম পেরিয়ে সিন্থান টপ হয়ে পীরপঞ্জাল রেঞ্জের হাইড-আউটে পৌঁছে গিয়েছে জঙ্গিরা।
পহেলগাঁও থেকে সম্ভাব‍্য দু’টি রুট দিয়ে পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। প্রথম— পহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের রুট ধরে কোকরনাগ হয়ে জঙ্গলে ঘেরা ডাকসুম পেরিয়ে সিন্থান টপ হয়ে পীরপঞ্জাল রেঞ্জের হাইড-আউটে পৌঁছে গিয়েছে জঙ্গিরা।
advertisement
3/6
বাহিনীসূত্রে খবর, পীরপঞ্জালের বিস্তারিত রেঞ্জে একাধিক হাইড-আউট রয়েছে জঙ্গিদের। যার সম্পর্কে একেবারে নির্দিষ্ট তথ‍্য না থাকলে জঙ্গলে ঘেরা পাহাড়ি অংশে সেই হাইড-আউট খুঁজে বের করা কার্যত অসম্ভব কাজ। আর বিশেষত, গত কয়েক দিনের বৃষ্টিতে সে কাজ আরও কঠিন হয়ে পড়েছে বাহিনীর জন‍্য।
বাহিনীসূত্রে খবর, পীরপঞ্জালের বিস্তারিত রেঞ্জে একাধিক হাইড-আউট রয়েছে জঙ্গিদের। যার সম্পর্কে একেবারে নির্দিষ্ট তথ‍্য না থাকলে জঙ্গলে ঘেরা পাহাড়ি অংশে সেই হাইড-আউট খুঁজে বের করা কার্যত অসম্ভব কাজ। আর বিশেষত, গত কয়েক দিনের বৃষ্টিতে সে কাজ আরও কঠিন হয়ে পড়েছে বাহিনীর জন‍্য।
advertisement
4/6
দ্বিতীয় পথ- পহেলগাঁও থেকে উত্তরের পথ ধরে ত্রাল হয়ে দাচিগ্রাম সংলগ্ন হারওয়ান জঙ্গল হয়ে সোনমার্গ হয়ে সোজা কুপওয়ারার লোলাব ভ‍্যালি। এই লোলাব ভ‍্যালিতেও একাধিক হাইড-আউটস আছে জঙ্গিদের।
দ্বিতীয় পথ- পহেলগাঁও থেকে উত্তরের পথ ধরে ত্রাল হয়ে দাচিগ্রাম সংলগ্ন হারওয়ান জঙ্গল হয়ে সোনমার্গ হয়ে সোজা কুপওয়ারার লোলাব ভ‍্যালি। এই লোলাব ভ‍্যালিতেও একাধিক হাইড-আউটস আছে জঙ্গিদের।
advertisement
5/6
বাহিনী মনে করছে, পহেলগাঁও ঘটনার পর সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে যাওয়া কঠিন জঙ্গিদের পক্ষে। তাই চিরাচরিত ভাবে জঙ্গিদের ব‍্যবহার করা হাইড-আউটেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা।
বাহিনী মনে করছে, পহেলগাঁও ঘটনার পর সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে যাওয়া কঠিন জঙ্গিদের পক্ষে। তাই চিরাচরিত ভাবে জঙ্গিদের ব‍্যবহার করা হাইড-আউটেই লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা।
advertisement
6/6
কী এই হাইড-আউট? জঙ্গলের মধ‍্যে কোনও গাছ বা পাথরের মধ‍্যে তৈরি হওয়া বড় গুহা, যা আদতে না চিনলে ঠাহর করা সম্ভব নয়। অথবা, জঙ্গলের মধ‍্যে মাটি কেটে গর্ত করে ছাউনি দিয়ে এমন জায়গা প্রস্তুত করা হয়, যার ভিতরে খাবার থেকে অস্ত্র সব মজুত থাকে, কিন্তু বাইরে থেকে জঙ্গলের অন‍্য অংশের সঙ্গে তার ফারাক করা সম্ভব নয়।
কী এই হাইড-আউট? জঙ্গলের মধ‍্যে কোনও গাছ বা পাথরের মধ‍্যে তৈরি হওয়া বড় গুহা, যা আদতে না চিনলে ঠাহর করা সম্ভব নয়।অথবা, জঙ্গলের মধ‍্যে মাটি কেটে গর্ত করে ছাউনি দিয়ে এমন জায়গা প্রস্তুত করা হয়, যার ভিতরে খাবার থেকে অস্ত্র সব মজুত থাকে, কিন্তু বাইরে থেকে জঙ্গলের অন‍্য অংশের সঙ্গে তার ফারাক করা সম্ভব নয়।
advertisement
advertisement
advertisement