Realme 16 Pro Series: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারি! মিড-প্রিমিয়াম সেগমেন্টে ঝড় তুলতে এল Realme 16 Pro 5G সিরিজ, জেনে নিন দাম
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতে লঞ্চ হল Realme 16 Pro ও 16 Pro+ 5G স্মার্টফোন। ২০০MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, AMOLED ডিসপ্লে ও ৭০০০mAh ব্যাটারি-সহ জানুন দাম, ফিচার ও বিক্রির তারিখ
রিয়েলমি ভারতে তাদের নতুন Realme 16 Pro সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে রয়েছে দুটি স্মার্টফোন—Realme 16 Pro 5G এবং Realme 16 Pro+ 5G। সংস্থা এই ফোনগুলি মিড-প্রিমিয়াম সেগমেন্টকে লক্ষ্য করে এনেছে, যেখানে ক্যামেরা, ডিসপ্লে ও পারফরম্যান্স—তিনটির উপরই বিশেষ জোর দেওয়া হয়েছে। খুব শিগগিরই ফোনগুলি Flipkart ও Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রির জন্য পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
ফিচার কী কী?Display: ডিজাইন ও ডিসপ্লের ক্ষেত্রে Realme 16 Pro+-এ রয়েছে 6.8 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ব্রাইটনেস বেশ বেশি, ফলে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। অন্যদিকে Realme 16 Pro-তে রয়েছে 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, আকারে সামান্য ছোট হলেও কোয়ালিটিতে কোনও ঘাটতি নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
Weight & Design: ডিজাইন ও ওজনের ক্ষেত্রে দু’টি মডেলের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। Realme 16 Pro+ 5G-এর Master Gold ভ্যারিয়েন্টের পুরুত্ব প্রায় 8.49mm এবং ওজন প্রায় 203 গ্রাম। অন্যদিকে Realme 16 Pro 5G একটু পাতলা—এর পুরুত্ব প্রায় 7.8mm এবং ওজন প্রায় 192 গ্রাম। তাই Pro মডেলটি হাতে তুলনামূলক হালকা ও ধরতে বেশি আরামদায়ক লাগতে পারে।
advertisement
advertisement







