India Pakistan Ceasefire: ট্রাম্পই ট্রাম্পকার্ড! আমেরিকা থেকে ফোন এল ভারত-পাকিস্তানে! কাকে কাজে লাগালেন ট্রাম্প? চমকে উঠবেন শুনে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Pakistan Ceasefire: অনেকে ভেবেছিলেন, সন্ধ্যায় যে সাংবাদিক বৈঠক করবে ভারত, তাতে ‘অপারেশন সিঁদুর ৪.০’-র ইঙ্গিত মিলতে পারে। কিন্তু সেই বৈঠকের মেরেকেটে কয়েক মিনিট আগে ট্রাম্পের একটা মন্তব্যেই পুরো পরিস্থিতি ‘শান্ত’ হয়ে যাওয়ার ইঙ্গিত মিলল।
পুরোদমে ‘যুদ্ধে’ জড়াচ্ছ না ভারত ও পাকিস্তান। কারণ দুই পরমাণু শক্তিধর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘ট্রাম্প সোশ্যাল’-এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'রাতভর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পরে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে। কমন সেন্স (বাস্তবজ্ঞান) এবং বুদ্ধি প্রয়োগ করার জন্য দু'দেশকেই ধন্যবাদ। এই ব্যাপারটায় গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ।'
advertisement
advertisement
ভারতের বিদেশসচিব জানিয়েছেন, শনিবার বেলা ৩.৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল বা ডিজিএমও অফ মিলিটারি অপারেশন ভারতের ডিজিএমও-কে হটলাইনে ফোন করেন৷ তখনই পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়া হয়৷ স্থল, জল এবং আকাশ- কোনও দিক দিয়েই দুই দেশ পরস্পরকে আক্রমণ করবে না বলে সহমত হয় দুই দেশ৷ সিদ্ধান্ত হয়, বিকেল ৫টা থেকে দুই দেশ সংঘর্ষবিরতি মানবে দুই দেশ৷ সেই মর্মে দুই দেশের বাহিনীকেই সংঘর্ষবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, 'গত ৪৮ ঘণ্টা ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, (পাকিস্তানি) সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও আসিম মালিক-সহ ভারত এবং পাকিস্তানের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আমি এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনা করেছি।'
advertisement
কয়েকদিন সংঘর্ষ চলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চাইছিল আমেরিকা। এই পরিস্থিতিতে কথা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপ করার জন্য পাকিস্তানের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে লড়াই করবে। উত্তেজনা বৃদ্ধির যে কোনও প্রচেষ্টা যে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
advertisement
advertisement
পাক জেনারেল আসিম মুনির অপারেশন সিঁদুরের পাল্টা ঘোষণা করেছিলেন ‘বুনয়ান আল মারসুস’। বিনা প্ররোচনায় ভারতের পশ্চিম সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান, শনিবার সরকারি বিবৃতিতে তেমন কথাই জানানো হয়৷ তবে পাল্টা শোধ নিয়েছে ভারতও৷ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি রাফিকি, মুরিড, চাকলালা এবং রহিম ইয়ার খান এয়ারবেসে প্রিসিশন এয়ার স্ট্রাইক করেছে ভারত৷ পাশাপাশি, সুক্কুর এবং চুনিয়া এবং শিয়ালকোটের এভিয়েশন বেসেও হামলা চালিয়েছে ভারত৷ কিন্তু বিকেলে এল সেই খবর। ট্রাম্প সোশ্যাল মাধ্যমে জানালেন সংঘর্ষ বিরতি হতে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে। এরপরই ভারত সরকারের তরফেও জানিয়ে দেওয়া হয়, আপাতত সংঘর্ষবিরতি। গোটা বিষয়টিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে দু দেশের মধ্যে কথা চালিয়ে গিয়েছেন মার্কো রুবিও ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।