তাঁর জীবনের শুরুর দিনটাই ছিল বড় দিন। মধ্যপ্রদেশের গোয়ালিয়ে, ২৫ ডিসেম্বর, ১৯২৪ সালে ৷
4/ 17
বাবা কৃষ্ণবিহারী বাজপেয়ী ছিলেন স্কুলশিক্ষক এবং কবি ৷ সেই থেকেই বোধহয় জীবনে কবিতা।
5/ 17
১৫ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন। সেখানে প্রশিক্ষণ নেন ১৯৪০ থেকে ৪৪ সাল পর্যন্ত৷ সাতচল্লিশে আরএসএসের প্রচারক হন তিনি
6/ 17
সংঘে ক্রমেই তাঁর উপর দায়িত্ব বাড়তে থাকে। বিস্তারক হিসেবে পাঠানো হয় উত্তরপ্রদেশে।
7/ 17
দীনদয়াল উপাধ্যায়ের সংবাদপত্র রাষ্ট্রধর্ম, হিন্দিতে আরএসএসের মুখপত্র পাঞ্চজন্যের পাশাপাশি একাধিক দৈনিকের জন্য কলম ধরেন তিনি
8/ 17
ধীরে ধীরে হয়ে ওঠেন আরএসএসের শীর্ষ নেতা। সেখান থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘে।
9/ 17
১৯৫৭ সালে প্রথমবারের জন্য সংসদে পা দেন তিনি
10/ 17
উত্তরপ্রদেশের বলরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন তারপর বারবার
11/ 17
লোকসভায় ১০ বার নির্বাচিত হন আর রাজ্যসভায় ২ বার
12/ 17
নজর কেড়েছিলেন অবশ্য শুরুতেই। সুযোগ পেয়েই সেই তরুণ সাংসদ তখন ঝড় তুলতেন। একের পর এক প্রশ্নবাণ ছুঁড়ে দিতেন নেহরু সরকারের দিকে।
13/ 17
তাঁর বক্তৃতা, শব্দচয়ন, বক্তব্যের গভীরতা, হিন্দি ভাষায় দখল- এ সবই নজর কেড়েছিল দেশের প্রথম প্রধানমন্ত্রীর। ১৯৫৭-এ তাঁর বক্তৃতা শুনে জওহরলাল নেহরু বলেছিলেন, এই যুবক এক দিন দেশের প্রধানমন্ত্রী হবেন।
14/ 17
প্রায় ৪০ বছর পর নেহরুর ভবিষৎবাণী মিলে গিয়েছিল। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী।
15/ 17
প্রধানমন্ত্রীর পদে বসে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকেও রেয়াত করেননি অটলবিহারী বাজপেয়ী।
16/ 17
১৯৭৭ সালে মোরারজি সরকারের বিদেশমন্ত্রী হন বাজপেয়ী। বিদেশমন্ত্রী হিসেবে তিনিই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রথম হিন্দিতে বক্তৃতা দিয়েছিলেন।
IN PICS: স্মৃতিচারণে জননেতা ও কবি অটলবিহারী বাজপেয়ী
তাঁর বক্তৃতা, শব্দচয়ন, বক্তব্যের গভীরতা, হিন্দি ভাষায় দখল- এ সবই নজর কেড়েছিল দেশের প্রথম প্রধানমন্ত্রীর। ১৯৫৭-এ তাঁর বক্তৃতা শুনে জওহরলাল নেহরু বলেছিলেন, এই যুবক এক দিন দেশের প্রধানমন্ত্রী হবেন।