বিরল ঘটনা! ২৩ বছর বয়সে ৫৫ মিনিট ধরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা

Last Updated:
1/7
• চিকিৎসার পরিভাষায় বিরলতম ঘটনা ৷ প্রথমবারের গর্ভাবস্থায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা ৷ প্রতীকী চিত্র ৷
• চিকিৎসার পরিভাষায় বিরলতম ঘটনা ৷ প্রথমবারের গর্ভাবস্থায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মহিলা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/7
• ঘটনাটি ঘটেছে ভদোদরার SSGH হাসপাতালে ৷ মায়ের বয়স ২৩ বছর ৷
• ঘটনাটি ঘটেছে ভদোদরার SSGH হাসপাতালে ৷ মায়ের বয়স ২৩ বছর ৷
advertisement
3/7
• আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে যমজ, ট্রিপ্লেটস বা কোয়াড্রিপ্লেটস বেশ সাধারণ ঘটনা ৷ কিন্তু সাধারণ প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম ডেলিভারিতে সচারচার এমনটা দেখা যায় না ৷ প্রতি ৫ লাখ ডেলিভারিতে ১টি কেস এমন পাওয়া যায় ৷
• আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে যমজ, ট্রিপ্লেটস বা কোয়াড্রিপ্লেটস বেশ সাধারণ ঘটনা ৷ কিন্তু সাধারণ প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম ডেলিভারিতে সচারচার এমনটা দেখা যায় না ৷ প্রতি ৫ লাখ ডেলিভারিতে ১টি কেস এমন পাওয়া যায় ৷
advertisement
4/7
• তবে হাসপাতাল সূত্রে খবর, বাচ্চারা প্রি-ম্যাচিওর অবস্থায় জন্মেছে ৷ নর্ম্যাল ডেলিভারির মাধ্যমে ৮ সপ্তাহে চার সন্তানের জন্ম দিয়েছেন রুকসার গুফরান নামের ভাদি এলাকার বাসিন্দা ওই মহিলা ৷
• তবে হাসপাতাল সূত্রে খবর, বাচ্চারা প্রি-ম্যাচিওর অবস্থায় জন্মেছে ৷ নর্ম্যাল ডেলিভারির মাধ্যমে ৮ সপ্তাহে চার সন্তানের জন্ম দিয়েছেন রুকসার গুফরান নামের ভাদি এলাকার বাসিন্দা ওই মহিলা ৷
advertisement
5/7
• চার সন্তানের মধ্যে রাত ১টায় প্রথমে কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ এরপর ১টা ৫৫ পর্যন্ত আরও ৩টি পুত্রসন্তানের জন্ম হয় ৷
• চার সন্তানের মধ্যে রাত ১টায় প্রথমে কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ এরপর ১টা ৫৫ পর্যন্ত আরও ৩টি পুত্রসন্তানের জন্ম হয় ৷
advertisement
6/7
• নবজাতকরা সকলের ওজনই স্বাভাবিকের থেকে অনেকটাই কম ৷ ১ কেজি-১.২ কেজি ওজন তাদের ৷ সে কারণেই ওই চারজনকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ৷
• নবজাতকরা সকলের ওজনই স্বাভাবিকের থেকে অনেকটাই কম ৷ ১ কেজি-১.২ কেজি ওজন তাদের ৷ সে কারণেই ওই চারজনকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ৷
advertisement
7/7
• হাসপাতালের তরফে জানানো হয়েছে, অন্তত ৪-৬ সপ্তাহ মা ও শিশুদের হাসপাতালে থাকতে হবে ৷
• হাসপাতালের তরফে জানানো হয়েছে, অন্তত ৪-৬ সপ্তাহ মা ও শিশুদের হাসপাতালে থাকতে হবে ৷
advertisement
advertisement
advertisement