গাড়ি চুরি দিয়ে শুরু, ভারতের সবথেকে বড় অস্ত্র পাচারকারী! সেই সেলিম পি*স্তল পুলিশের জালে

Last Updated:
সূত্রের খবর, দিল্লি পুলিশের বিশেষ দল, ভারতীয় সুরক্ষার বিশেষ দল এবং নেপাল পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয় সেলিমকে।
1/8
 ভারতের অন্যতম অবৈধ অস্ত্র সরবরাহকারী শেখ সেলিম ওরফে 'সেলিম পিস্তল'-কে নেপাল থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার এই কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ভারতের অন্যতম অবৈধ অস্ত্র সরবরাহকারী শেখ সেলিম ওরফে 'সেলিম পিস্তল'-কে নেপাল থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার এই কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
advertisement
2/8
ভারতের অন্যতম অবৈধ অস্ত্র সরবরাহকারী শেখ সেলিম ওরফে 'সেলিম পিস্তল'-কে নেপাল থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার এই কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, দিল্লি পুলিশের বিশেষ দল, ভারতীয় সুরক্ষার বিশেষ দল এবং নেপাল পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয় সেলিমকে।
advertisement
3/8
নওশাবা দিল্লি সহ ভারতের অনেক শহরে তার এজেন্ট মোতায়েন করেছেন, যারা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে তার ট্র্যাভেল এজেন্সির প্রচার করে। এই এজেন্টদের মাধ্যমেই সে নতুন লোকদের ফাঁদে ফেলছিল।
জানা গিয়েছে, সেলিমের সঙ্গে যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়েরও। পাকিস্তান থেকে বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র ভারতে পাচার করত সেলিম।
advertisement
4/8
 শুধু আইএসআই-ই নয়, সেলিমের সঙ্গে যোগ ছিল দাউদ ইব্রাহিমের কুখ্যাত 'ডি-কোম্পানি'- গোষ্ঠীর সঙ্গেও।দেশের বিভিন্ন গ্যাংস্টারদের অস্ত্র সরবরাহ করত সেলিম।
শুধু আইএসআই-ই নয়, সেলিমের সঙ্গে যোগ ছিল দাউদ ইব্রাহিমের কুখ্যাত 'ডি-কোম্পানি'- গোষ্ঠীর সঙ্গেও।
দেশের বিভিন্ন গ্যাংস্টারদের অস্ত্র সরবরাহ করত সেলিম।
advertisement
5/8
 লরেন্স বিষ্ণোই, হাশিম বাবা-সহ একাধিক গ্যাংস্টারদের অস্ত্র সরবরাহ করত সেলিম। কিছু বছর আগে গায়ক-কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যার সময় যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রও সরবরাহ করেছিল সেলিম বলেই খবর।
লরেন্স বিষ্ণোই, হাশিম বাবা-সহ একাধিক গ্যাংস্টারদের অস্ত্র সরবরাহ করত সেলিম। কিছু বছর আগে গায়ক-কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যার সময় যে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হয় সেই অস্ত্রও সরবরাহ করেছিল সেলিম বলেই খবর।
advertisement
6/8
যাদবপুরের সুলেখা মোড়ে ধরা পড়ল ‘ভুয়ো’ পুলিশ
২০১৮ সালে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় সেলিম। কিন্তু, সেবার বিদেশে পালিয়ে যায় সে। এরপর গোপন সূত্রে পুলিশ খবর পায় নেপালে নিজের ডেরায় লুকিয়ে আছে সেলিম। খবর পাওয়ার পরেই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আর তাতেই মেলে সাফল্য।
advertisement
7/8
 দিল্লির সিলামপুরের বাসিন্দা সেলিমের অস্ত্র ব্যবসার নেটওয়ার্ক ছড়িয়ে ভারত থেকে পাকিস্তান জুড়ে। বাবা সিদ্দিকি হত্যার সঙ্গেও জড়িয়ে আছে সেলিমের নাম।
দিল্লির সিলামপুরের বাসিন্দা সেলিমের অস্ত্র ব্যবসার নেটওয়ার্ক ছড়িয়ে ভারত থেকে পাকিস্তান জুড়ে। বাবা সিদ্দিকি হত্যার সঙ্গেও জড়িয়ে আছে সেলিমের নাম।
advertisement
8/8
গোয়েন্দাদের দাবি, ফোন নম্বর বদলে ফেললে সিস্টেম থেকে একটি নোটিফিকেশন আসা প্রয়োজন পঞ্চায়েত প্রধানের কাছে। যাতে তিনি বুঝতে পারবেন তাঁর নম্বর বদলে ফেলা হয়েছে। কিন্তু এই পোর্টাল সিস্টেমে এই ধরনের কোনও ব‍্যবস্থা নেই, অর্থাৎ যখন তখন মোবাইল নম্বর বদলে ফেলা সম্ভব। আর এর ফলে কোনও নোটিফিকেশনও আসবে না।
পুলিশ সূত্রের খবর, ক্লাস ৮ অবধি পড়ার পরে পড়াশুনায় ইতি টানে সে। অপরাধ জগতে হাতেখড়ি শুরু হয় ২০০০ সালে গাড়ি চুরির মধ্যে দিয়ে। এরপরে ডাকাতিতেও হাত পাকায় সে। একাধিকবার ধরাও পড়ে সে। এরপরে সে নিজের বিস্তার বাড়িয়ে অস্ত্র সরবরাহ করতে শুরু করে।
advertisement
advertisement
advertisement