ব্যবসায় চেক বাউন্স করেছে? একটাই উপায়েই বাঁচতে পারেন আপনি! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:
ব্যাঙ্কের চেক বাউন্স করলেও দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নিজের জেলযাত্রা আটকাতে পারেন। এই বিষয়ে একটি উপায় জানাল দেশের সর্বোচ্চ আদালত।
1/5
বিচারপতি অরবিন্দ কুমার বলেন, “১০০ টাকা বা তার বেশি মূল্যের স্থাবর সম্পত্তির মালিকানা প্রমাণ করতে তিনটি শর্ত বাধ্যতামূলক— লিখিত বিক্রয় দলিল, সঠিক প্রত্যয়িত দলিল এবং তার নথিভুক্তিকরণ। এই শর্তগুলি পূরণ না হলে কোনও সম্পত্তি বৈধভাবে হস্তান্তরিত হয়েছে বলে ধরা যাবে না। তাই রমেশের দাবিকে মান্যতা দিয়ে সুরেশের সমস্ত নথি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
ব্যাঙ্কের চেক বাউন্স করলেও দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নিজের জেলযাত্রা আটকাতে পারেন। এই বিষয়ে একটি উপায় জানাল দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার, এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও দোষী ব্যক্তি যদি অভিযোগকারীর সঙ্গে বোঝাপড়ায় আসতে পারেন তবে দোষী ব্যক্তি জেলে যাওয়া রুখতে পারেন।
advertisement
2/5
 এই বিষয়ে আদালত জানিয়েছে, যদি দু'পক্ষের মধ্যে সমঝোতার নথি স্বাক্ষরিত হয় তবে, 'নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট' -এর ১৩৮ অনুচ্ছেদ কার্যকর হবে না। সেক্ষেত্রে জেলে যাওয়া রুখে দিতে পারেন অভিযুক্ত ব্যক্তি।প্রসঙ্গত, চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় দু'পক্ষের মধ্যে বোঝাপড়া হয়ে গেলেও দোষীকে মামলা থেকে নিষ্কৃতি দিতে অস্বীকার করা হয় হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের পক্ষ থেকে। এরপরেই তা শীর্ষ আদালতে যায়।
এই বিষয়ে আদালত জানিয়েছে, যদি দু'পক্ষের মধ্যে সমঝোতার নথি স্বাক্ষরিত হয় তবে, 'নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট' -এর ১৩৮ অনুচ্ছেদ কার্যকর হবে না। সেক্ষেত্রে জেলে যাওয়া রুখে দিতে পারেন অভিযুক্ত ব্যক্তি।
প্রসঙ্গত, চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় দু'পক্ষের মধ্যে বোঝাপড়া হয়ে গেলেও দোষীকে মামলা থেকে নিষ্কৃতি দিতে অস্বীকার করা হয় হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের পক্ষ থেকে। এরপরেই তা শীর্ষ আদালতে যায়।
advertisement
3/5
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -র নির্দেশিকা অনুসারে, চেকে লক্ষ টাকা লেখার সময়, সঠিক ইংরেজি শব্দ হল 'Lakh'। এই শব্দটির সংখ্যাসূচক অর্থ ১,০০,০০০। এটি ব্যাঙ্কিং পরিভাষায় স্বীকৃত। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেও এটি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, চেক বাউন্স সংক্রান্ত অভিযোগ দুই পক্ষের আপসের মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। বিষয়টি ব্যক্তিগত হলেও যেহেতু এতে বিশ্বাসযোগ্যতা রয়েছে তাই তা অপরাধ তালিকা থেকে বাদ রাখা হয়েছে।
advertisement
4/5
প্রথম ধরন – বেয়ারার চেক বেয়ারার চেক সবচেয়ে সাধারণ হলেও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই চেকে যার নাম লেখা থাকে, তার পরেই লেখা থাকে
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযোগকারী দোষীর সঙ্গে বোঝাপড়া বা আপসের নথিতে স্বাক্ষর করবেন। এরপরে অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ অর্থ মিটিয়ে দেবেন। সেক্ষেত্রে দোষী ব্যক্তির উপর কোনও ধরনের শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে না। কারণ এই ক্ষেত্রে দুই পক্ষই নিজেদের মধ্যে বোঝাপড়ায় বিষয়টি মিটিয়ে নিতে আগ্রহী।
advertisement
5/5
Taunting husband over unemployment amounts to cruelty: Chhattisgarh High Court
আইন অনুযায়ী, চেক বাউন্সকে অপরাধ হিসাবে গণ্য করা হয়। কারণ তা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট আইনের অবমাননা। কিন্তু, ওই আইনেরই ১৪৭ নম্বর অনুচ্ছেদে বিষয়টি বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা উল্লেখ করা আছে।
advertisement
advertisement
advertisement