তাঁর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ও সেই কারণেই শ্রীনগর থেকে অন্যত্র পোস্টিং দেওয়া হল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে । পাক সীমান্তের পশ্চিম সেক্টরের এক গুরুত্বপূর্ণ বেসে কাজ করবেন তিনি ।
2/ 5
খুব শীঘ্রই শ্রীনগরের এয়ারবেস থেকে নতুন জায়গায় যাবেন তিনি । তবে সুরক্ষার কারণেই উইং কমান্ডারের নয়া বেসক্যাম্পের নাম গোপন রাখা হয়েছে।
3/ 5
বিশ্বের একমাত্র পাইলট অভিনন্দন যিনি F-16 কমব্যাট এয়ারক্রাফট গুলি করে নামিয়েছিলেন । পাকিস্তান থেকে ফিরে আসার পর চিকিৎসাও হয়েছে ও তারপরই চিকিৎসকদের কাছে থেকে ফের ফাইটার পাইলট চালানোর ছাড়পত্রও পেয়েছেন তিনি ।
4/ 5
এই সপ্তাহের শুরুতেই মেডিক্যাল টেস্ট হয়েছে তাঁর ।
5/ 5
পাকিস্তান একাধিকবার চেষ্টা করেছে F-16 এর ঘটনাটি ধামাচাপা দিতে কিন্তু বায়ুসেনার তরফ থেকে রেডার ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত F-16 ফাইটার প্লেন সত্যিই গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার ।
তাঁর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ও সেই কারণেই শ্রীনগর থেকে অন্যত্র পোস্টিং দেওয়া হল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে । পাক সীমান্তের পশ্চিম সেক্টরের এক গুরুত্বপূর্ণ বেসে কাজ করবেন তিনি ।
বিশ্বের একমাত্র পাইলট অভিনন্দন যিনি F-16 কমব্যাট এয়ারক্রাফট গুলি করে নামিয়েছিলেন । পাকিস্তান থেকে ফিরে আসার পর চিকিৎসাও হয়েছে ও তারপরই চিকিৎসকদের কাছে থেকে ফের ফাইটার পাইলট চালানোর ছাড়পত্রও পেয়েছেন তিনি ।
পাকিস্তান একাধিকবার চেষ্টা করেছে F-16 এর ঘটনাটি ধামাচাপা দিতে কিন্তু বায়ুসেনার তরফ থেকে রেডার ছবি প্রকাশ করা হয় যেখানে দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত F-16 ফাইটার প্লেন সত্যিই গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার ।