শিশুকে ফেলে চলে গেলেন মদ্যপ মা! বুকের দুধ খাইয়ে শান্ত করলেন মহিলা কনস্টেবল

Last Updated:
1/6
• মাতৃত্ব এমনই যা ভাষায় ব্যখ্যা করা যায় না ৷ যিনি মা হয়েছেন, শুধু তিনিই উপলব্ধি করতে পারেন এই কথাটির প্রকৃত অর্থ ৷ একটি শিশুর মনের কথাও বোধহয় একমাত্র তিনিই অনুভব করতে পারেন ৷ এমনটাই হল হায়দরাবাদের আফজলগঞ্জ থানায় ৷ Pic tweeted by ANI
• মাতৃত্ব এমনই যা ভাষায় ব্যখ্যা করা যায় না ৷ যিনি মা হয়েছেন, শুধু তিনিই উপলব্ধি করতে পারেন এই কথাটির প্রকৃত অর্থ ৷ একটি শিশুর মনের কথাও বোধহয় একমাত্র তিনিই অনুভব করতে পারেন ৷ এমনটাই হল হায়দরাবাদের আফজলগঞ্জ থানায় ৷ Pic tweeted by ANI
advertisement
2/6
• গত রবিবার, দুধের শিশুকে অপরিচিত এক ব্যক্তির হাতে তুলে দিয়ে উধাও হয়ে গিয়েছিলেন এক মহিলা ৷ সে সময় তিনি মদ্যপ ছিলেন ৷ ফলে নিজের শিশুকে কার হাতে তুলে দিয়েছেন, তা সম্পূর্ণ ভুলে যান ওই মহিলা ৷ প্রতীকী চিত্র ৷
• গত রবিবার, দুধের শিশুকে অপরিচিত এক ব্যক্তির হাতে তুলে দিয়ে উধাও হয়ে গিয়েছিলেন এক মহিলা ৷ সে সময় তিনি মদ্যপ ছিলেন ৷ ফলে নিজের শিশুকে কার হাতে তুলে দিয়েছেন, তা সম্পূর্ণ ভুলে যান ওই মহিলা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/6
• খিদের জ্বালায় কাঁদতে শুরু করে শিশুটি ৷ কিন্তু শিশুকে নিয়ে যেতে আর ফিরে আসেননি ওই মহিলা ৷ শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুধ খাওয়ান ওই ব্যক্তি ৷ তখনকার মতো একটু শান্ত হলে তাকে নিয়ে আসা হয় আফজলগঞ্জ থানায় ৷ প্রতীকী চিত্র ৷
• খিদের জ্বালায় কাঁদতে শুরু করে শিশুটি ৷ কিন্তু শিশুকে নিয়ে যেতে আর ফিরে আসেননি ওই মহিলা ৷ শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুধ খাওয়ান ওই ব্যক্তি ৷ তখনকার মতো একটু শান্ত হলে তাকে নিয়ে আসা হয় আফজলগঞ্জ থানায় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/6
• ওই থানায় ছিলেন কনস্টেবল এম রবিন্দর ৷ কিছুদিন আগেই মা হয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ৷ প্রিয়াঙ্কাও হায়দরাবাদ পুলিশেরই একজন কনস্টেবল ৷ সে সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রতীকী চিত্র ৷
• ওই থানায় ছিলেন কনস্টেবল এম রবিন্দর ৷ কিছুদিন আগেই মা হয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ৷ প্রিয়াঙ্কাও হায়দরাবাদ পুলিশেরই একজন কনস্টেবল ৷ সে সময় মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন প্রিয়াঙ্কা ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
5/6
• ফোনে স্ত্রীকে পুরো ঘটনাটি জানান রবিন্দর ৷ সঙ্গে সঙ্গে একটি ক্যাব বুক করে থানায় চলে আসেন প্রিয়াঙ্কা ৷ শিশুটিকে স্তন্যপান করান তিনি ৷ মায়ের পরশ পেয়ে শান্ত হয় সে ৷ সেখান থেকেই শিশুটিকে পেটলাবুরজের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপাশি, শিশুটির মা’কে খুঁজে বের করার চেষ্টাও চালিয়ে যাচ্ছিল পুলিশ ৷ প্রতীকী চিত্র ৷
• ফোনে স্ত্রীকে পুরো ঘটনাটি জানান রবিন্দর ৷ সঙ্গে সঙ্গে একটি ক্যাব বুক করে থানায় চলে আসেন প্রিয়াঙ্কা ৷ শিশুটিকে স্তন্যপান করান তিনি ৷ মায়ের পরশ পেয়ে শান্ত হয় সে ৷ সেখান থেকেই শিশুটিকে পেটলাবুরজের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপাশি, শিশুটির মা’কে খুঁজে বের করার চেষ্টাও চালিয়ে যাচ্ছিল পুলিশ ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/6
• স সময় চঞ্চলগুদা এলাকার কাছে একজন মহিলা কাঁদতে দেখেন তাঁরা। পরে ওই মহিলা সমস্ত ঘটনার ধারা বিবরণী দেন। সমস্ত দিক যাচাই করে নিশ্চিন্ত হওয়ার পর মায়ের হাতে শিশুকে তুলে দেওয়া হয় ৷ প্রতীকী চিত্র ৷
• স সময় চঞ্চলগুদা এলাকার কাছে একজন মহিলা কাঁদতে দেখেন তাঁরা। পরে ওই মহিলা সমস্ত ঘটনার ধারা বিবরণী দেন। সমস্ত দিক যাচাই করে নিশ্চিন্ত হওয়ার পর মায়ের হাতে শিশুকে তুলে দেওয়া হয় ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement
advertisement