Howrah Puri Vande Bharat Express: মাত্র ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী...! জগন্নাথধাম ছুটবে বাংলার দ্বিতীয় ‘বন্দে ভারত'! দেখে নিন সময়সূচী

Last Updated:
Howrah Puri Vande Bharat Express: বাংলা পেল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঝাঁ চকচকে ট্রেনটি ইতিমধ্যেই এসে পৌঁছেছে সাঁতরাগাছি। সেখানেই চলছে ট্রায়াল রানের প্রস্তুতি।
1/8
অবশেষে বাংলা পেল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঝাঁ চকচকে ট্রেনটি ইতিমধ্যেই এসে পৌঁছেছে সাঁতরাগাছি। সেখানেই চলছে ট্রায়াল রানের প্রস্তুতি।
অবশেষে বাংলা পেল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। নতুন বন্দে ভারত এক্সপ্রেসের ঝাঁ চকচকে ট্রেনটি ইতিমধ্যেই এসে পৌঁছেছে সাঁতরাগাছি। সেখানেই চলছে ট্রায়াল রানের প্রস্তুতি।
advertisement
2/8
 এদিকে দ্বিতীয় বন্দে ভারত হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রেন কোন রুটে চলবে তাই নিয়ে শুরু হয় জোর জল্পনা। হাওড়া-পুরী নাকি হাওড়া-রাঁচি, কোন রুটে চলবে এই ট্রেন, তাই নিয়ে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই বেশ কৌতূহলী ছিলেন। কিন্তু অবশেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল সমস্ত তথ্য।
 এদিকে দ্বিতীয় বন্দে ভারত হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্রেন কোন রুটে চলবে তাই নিয়ে শুরু হয় জোর জল্পনা। হাওড়া-পুরী নাকি হাওড়া-রাঁচি, কোন রুটে চলবে এই ট্রেন, তাই নিয়ে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই বেশ কৌতূহলী ছিলেন। কিন্তু অবশেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল সমস্ত তথ্য।
advertisement
3/8
হাওড়া-পুরী নাকি হাওড়া-রাঁচি, কোন রুটে চলবে এই ট্রেন, তাই নিয়ে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই বেশ কৌতূহলী ছিলেন। কিন্তু অবশেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল সমস্ত তথ্য।
হাওড়া-পুরী নাকি হাওড়া-রাঁচি, কোন রুটে চলবে এই ট্রেন, তাই নিয়ে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই বেশ কৌতূহলী ছিলেন। কিন্তু অবশেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল সমস্ত তথ্য।
advertisement
4/8
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকেই। ট্রেনটি রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। একই সঙ্গে ট্রেনটির ট্রায়ালের বিষয়েও জানানো হয় রেলের তরফে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে হাওড়া থেকেই। ট্রেনটি রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। একই সঙ্গে ট্রেনটির ট্রায়ালের বিষয়েও জানানো হয় রেলের তরফে।
advertisement
5/8
ইতিমধ্যেই ট্রায়ালের সময়সারণীও দিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে সকাল ৬:১০ এ হাওড়া স্টেশন থেকে ট্রেনটি বেরোবে। এরপর তার পরবর্তী গন্তব্য হবে খড়গপুর। সেখানে ৭:৩৮ এ পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। ২ মিনিটের স্টপেজ খড়গপুরে।
ইতিমধ্যেই ট্রায়ালের সময়সারণীও দিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। জানা যাচ্ছে সকাল ৬:১০ এ হাওড়া স্টেশন থেকে ট্রেনটি বেরোবে। এরপর তার পরবর্তী গন্তব্য হবে খড়গপুর। সেখানে ৭:৩৮ এ পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। ২ মিনিটের স্টপেজ খড়গপুরে।
advertisement
6/8
সকাল ৭:৪০ মিনিটে ট্রেনটি খড়গপুর থেকে বেরিয়ে যাবে। এবং পরবর্তী গন্তব্য ভদ্রক। ৯:৪৮ এ সেখানে পৌঁছবে। এবং ২ মিনিটের স্টপেজের পর ৯:৫০ এ ভদ্রক থেকে বেরিয়ে বেলা ১০:২১ এর সময় জাজপুর কেওনঝার রোডে দাঁড়াবে।
সকাল ৭:৪০ মিনিটে ট্রেনটি খড়গপুর থেকে বেরিয়ে যাবে। এবং পরবর্তী গন্তব্য ভদ্রক। ৯:৪৮ এ সেখানে পৌঁছবে। এবং ২ মিনিটের স্টপেজের পর ৯:৫০ এ ভদ্রক থেকে বেরিয়ে বেলা ১০:২১ এর সময় জাজপুর কেওনঝার রোডে দাঁড়াবে।
advertisement
7/8
এরপর ১০:২৩ এর সময় সেখানে থেকে বেরিয়ে কটকে দাঁড়াবে ২ মিনিট। বেলা ১১:০২ এ কটক ছেড়ে বেরিয়ে যাবে ট্রেনটি।
এরপর ১০:২৩ এর সময় সেখানে থেকে বেরিয়ে কটকে দাঁড়াবে ২ মিনিট। বেলা ১১:০২ এ কটক ছেড়ে বেরিয়ে যাবে ট্রেনটি।
advertisement
8/8
এরপর ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে বেলা ১১:২২ মিনিটে। ২ মিনিট সেখানে দাঁড়িয়ে খুরদা রোড জংশন পৌঁছবে ১১:৪০ নাগাদ। পুরী পৌঁছাতে বাজবে বেলা ১২:৩৫। এরপর বেলা ১:৫০ নাগাদ ট্রেনটি বেরিয়ে যাবে পুরী থেকে। রাত্রি ৮:৩০ নাগাদ ট্রেনটি আবার হাওড়া পৌঁছবে।
এরপর ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে বেলা ১১:২২ মিনিটে। ২ মিনিট সেখানে দাঁড়িয়ে খুরদা রোড জংশন পৌঁছবে ১১:৪০ নাগাদ। পুরী পৌঁছাতে বাজবে বেলা ১২:৩৫। এরপর বেলা ১:৫০ নাগাদ ট্রেনটি বেরিয়ে যাবে পুরী থেকে। রাত্রি ৮:৩০ নাগাদ ট্রেনটি আবার হাওড়া পৌঁছবে।
advertisement
advertisement
advertisement