মা দিবস উপলক্ষে 'ইডলি আম্মা' (ইডলি পাট্টি) নামে পরিচিত তামিলনাড়ুর ভাদিভেলামপালায়মের বাসিন্দা কমলাথালকে দেশের বিখ্যাত ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা একটি বাড়ি উপহার দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই বাড়ির ছবি এখন ভাইরাল। মানুষ আনন্দ মাহিন্দ্রার প্রশংসা করছে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাত্কারে কমলাথাল বলেছেন- 'আমি খুব খুশি। এবার নতুন বাড়িতে থাকব।'