নরেন্দ্র মোদি থেকে যোগী আদিত্যনাথ, ভোটের প্রচারে চাঁদের হাট রাজস্থানে

Last Updated:
1/7
দিনভর সরগরম রাজস্থান । রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে আজ দিনভর প্রচারকাজ চালাবেন হেভিওয়েটরা । নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, বিদায়ী বসুন্ধরা রাজে নির্বাচনী জনসভা করবেন । এর পাশাপাশি জোরদার প্রচারে নামতে চলেছে কংগ্রেসও । আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে ২০০ টি আসনে ভোটগ্রহণ ।
দিনভর সরগরম রাজস্থান । রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে আজ দিনভর প্রচারকাজ চালাবেন হেভিওয়েটরা । নরেন্দ্র মোদি, যোগী আদিত্যনাথ, বিদায়ী বসুন্ধরা রাজে নির্বাচনী জনসভা করবেন । এর পাশাপাশি জোরদার প্রচারে নামতে চলেছে কংগ্রেসও । আগামী ৭ ডিসেম্বর রাজস্থানে ২০০ টি আসনে ভোটগ্রহণ ।
advertisement
2/7
নাগাউর ও ভরতপুরে নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপি শীর্ষনেতা নরেন্দ্র মোদি । দুপুর ১১ টা থেকে চলবে সভা।
নাগাউর ও ভরতপুরে নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপি শীর্ষনেতা নরেন্দ্র মোদি । দুপুর ১১ টা থেকে চলবে সভা।
advertisement
3/7
নাহাগড়, আত্রু, চাবড়া ও মনোহরথানায় জনসমাবেশে উপস্থিত থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ।
নাহাগড়, আত্রু, চাবড়া ও মনোহরথানায় জনসমাবেশে উপস্থিত থাকবেন বিদায়ী মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ।
advertisement
4/7
আমের-জয়পুর, আজমের, পালি, চিতোরগড় ও উদয়পুরের নির্বাচনী সভায় থাকবেন যোগী আদিত্যনাথ ।
আমের-জয়পুর, আজমের, পালি, চিতোরগড় ও উদয়পুরের নির্বাচনী সভায় থাকবেন যোগী আদিত্যনাথ ।
advertisement
5/7
আলওয়ার, ভরতপু, কারৌলি ও জয়পুরে সভা করবেন কংগ্রেস নেতা অশোক গেহলট ।
আলওয়ার, ভরতপু, কারৌলি ও জয়পুরে সভা করবেন কংগ্রেস নেতা অশোক গেহলট ।
advertisement
6/7
আজমের, বিকানের ও কোটায় সভা করবেন বিজেপি নেতা রবি শংকর প্রসাদ ।
আজমের, বিকানের ও কোটায় সভা করবেন বিজেপি নেতা রবি শংকর প্রসাদ ।
advertisement
7/7
প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি শচীন পাইলটও থাকবেন নির্বাচনী সভায় ।
প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি শচীন পাইলটও থাকবেন নির্বাচনী সভায় ।
advertisement
advertisement
advertisement