বান্ধবীকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তন করলেন ‘বান্ধবী’! ১ বছরেই বিচ্ছেদ চায় স্ত্রী

Last Updated:
1/7
• ভালবাসার টানে কত কীই না করে মানুষ ৷ কিন্তু অনেকেই তাঁর যোগ্য মর্যাদা দিতে পারেন না ৷ এমনটাই ঘটল হরিয়ানায় ৷
• ভালবাসার টানে কত কীই না করে মানুষ ৷ কিন্তু অনেকেই তাঁর যোগ্য মর্যাদা দিতে পারেন না ৷ এমনটাই ঘটল হরিয়ানায় ৷
advertisement
2/7
•  ছোটবেলায় একই ক্লাসের সহপাঠী ছিল তাঁরা ৷ তখন থেকে গভীর বন্ধুত্ব, সেখান থেকেই ভালবাসা ৷ দু’জনে ঠিক করেছিলেন একসঙ্গে থাকবেন সারাজীবন ৷ কিন্তু একই লিঙ্গে বিয়ে করলে পরিবার তা মেনে নেবে না ৷ তখনই ঠিক হয় লিঙ্গ পরিবর্তন করে নেবেন কেউ একজন ৷
• ছোটবেলায় একই ক্লাসের সহপাঠী ছিল তাঁরা ৷ তখন থেকে গভীর বন্ধুত্ব, সেখান থেকেই ভালবাসা ৷ দু’জনে ঠিক করেছিলেন একসঙ্গে থাকবেন সারাজীবন ৷ কিন্তু একই লিঙ্গে বিয়ে করলে পরিবার তা মেনে নেবে না ৷ তখনই ঠিক হয় লিঙ্গ পরিবর্তন করে নেবেন কেউ একজন ৷
advertisement
3/7
• সে কারণেই দিল্লি যাওয়া ৷ ধার করে ১০ লক্ষ টাকা জোগাড় করে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হন ৷ ২০১৭ সালে বিয়ে হয় দিল্লিরই এক মন্দিরে ৷
• সে কারণেই দিল্লি যাওয়া ৷ ধার করে ১০ লক্ষ টাকা জোগাড় করে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হন ৷ ২০১৭ সালে বিয়ে হয় দিল্লিরই এক মন্দিরে ৷
advertisement
4/7
• রূপান্তরিত পুরুষটির বাড়ি থেকে স্বীকার করলেও এই বিয়ে মেনে নেননি মেয়েটির পরিবার ৷ বিয়ের কয়েক মাস পরে তাই বাড়ির অনুমতি নিতে হরিয়ানায় ফিরে আসেন স্ত্রী ৷
• রূপান্তরিত পুরুষটির বাড়ি থেকে স্বীকার করলেও এই বিয়ে মেনে নেননি মেয়েটির পরিবার ৷ বিয়ের কয়েক মাস পরে তাই বাড়ির অনুমতি নিতে হরিয়ানায় ফিরে আসেন স্ত্রী ৷
advertisement
5/7
• বছর একুশের স্বামীর অভিযোগ, এরপর থেকেই আর ফিরে যাননি স্ত্রী ৷ বারবার চেষ্টা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি তাঁর পরিবারের লোকজন ৷ শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদ চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী ৷
• বছর একুশের স্বামীর অভিযোগ, এরপর থেকেই আর ফিরে যাননি স্ত্রী ৷ বারবার চেষ্টা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি তাঁর পরিবারের লোকজন ৷ শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদ চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী ৷
advertisement
6/7
• চরখি দাদরি থানার পুলিশের সুপারিন্টেন্ডেন স্মিতি চৌধুরি জানান, বছর উনিশের ওই কিশোরী জানিয়েছেন, তিনি এখন সাবালিকা ৷ তাই নিজের জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন ৷ শুধু তাই নয়, স্বামীর ঘরে আর ফিরে যেতে চান না বলেও জানিয়েছেন তিনি ৷
• চরখি দাদরি থানার পুলিশের সুপারিন্টেন্ডেন স্মিতি চৌধুরি জানান, বছর উনিশের ওই কিশোরী জানিয়েছেন, তিনি এখন সাবালিকা ৷ তাই নিজের জীবনের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন ৷ শুধু তাই নয়, স্বামীর ঘরে আর ফিরে যেতে চান না বলেও জানিয়েছেন তিনি ৷
advertisement
7/7
• অন্যদিকে, মেয়ের পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তির পরিবারের লোকজন ৷
• অন্যদিকে, মেয়ের পরিবারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তির পরিবারের লোকজন ৷
advertisement
advertisement
advertisement