কেউ টের পেল না! গোপনে প্যারোলে জেল থেকে বেরিয়ে দিব্যি ঘুরে এলেন হত্যা, ধর্ষণ মামলায় অভিযুক্ত রাম রহিম

Last Updated:
হত্যা, ধর্ষণ মামলায় অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা-র প্রধান রাম রহিম বর্তমানে রোহতকের সুনরিয়া জেলের বন্দি
1/7
কাকপক্ষি টের পেল না, গোপনে একদিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে দিব্য ঘুরে এলেন গুরমিত রাম রহিম! হত্যা, ধর্ষণ থেকে শুরু করে একাধিক মামলায় অভিযুক্ত ধর্মগুরু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
কাকপক্ষি টের পেল না, গোপনে একদিনের প্যারোলে জেল থেকে বেরিয়ে দিব্য ঘুরে এলেন গুরমিত রাম রহিম! হত্যা, ধর্ষণ থেকে শুরু করে একাধিক মামলায় অভিযুক্ত ধর্মগুরু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
advertisement
2/7
হত্যা, ধর্ষণ মামলায় অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা-র প্রধান রাম রহিম বর্তমানে রোহতকের সুনরিয়া জেলের বন্দি। ২৪ অক্টোবর একদিনের প্যারোলে বেরিয়ে তিনি তাঁর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যান।
হত্যা, ধর্ষণ মামলায় অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা-র প্রধান রাম রহিম বর্তমানে রোহতকের সুনরিয়া জেলের বন্দি। ২৪ অক্টোবর একদিনের প্যারোলে বেরিয়ে তিনি তাঁর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যান।
advertisement
3/7
কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডেরা চিফকে সুনরিয়া জেল থেকে গুরুগ্রামের এক হাসপাতাল, যেখানে তাঁর মা চিকিৎসাধীন, সেখানে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়ের কাছেই ছিলেন রাম রহিম।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডেরা চিফকে সুনরিয়া জেল থেকে গুরুগ্রামের এক হাসপাতাল, যেখানে তাঁর মা চিকিৎসাধীন, সেখানে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়ের কাছেই ছিলেন রাম রহিম।
advertisement
4/7
 রাম রহিমকে পর্দায় ঢাকা পুলিশের গাড়িতে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিল কড়া নীরাপত্তার মোড়ক। হরিয়ানা পুলিশের ৩ কোম্পানি জওয়ান মজুত ছিলেন। এক কোম্পানিতে ৮০-১০০ জন জওয়ান থাকেন।
রাম রহিমকে পর্দায় ঢাকা পুলিশের গাড়িতে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিল কড়া নীরাপত্তার মোড়ক। হরিয়ানা পুলিশের ৩ কোম্পানি জওয়ান মজুত ছিলেন। এক কোম্পানিতে ৮০-১০০ জন জওয়ান থাকেন।
advertisement
5/7
পুলিশের গাড়ি হাসপাতালের বেসমেন্টে রাখ হয়। যে ফ্লোর-এ রাম রহিমের মা ছিলেন সেটি পুরোপুরি খালি করে দেয় পুলিশ, মুড়ে ফেলা হয় নীরাপত্তার ঘেরাটোপে।
পুলিশের গাড়ি হাসপাতালের বেসমেন্টে রাখ হয়। যে ফ্লোর-এ রাম রহিমের মা ছিলেন সেটি পুরোপুরি খালি করে দেয় পুলিশ, মুড়ে ফেলা হয় নীরাপত্তার ঘেরাটোপে।
advertisement
6/7
২০১৭ সালের ২৫ অগাস্ট জেলে যান রাম রহিম ৷ ২০ বছর কারাদণ্ডের সাজা পান তিনি ৷ শোনা গিয়েছে, জেলে ঢোকার পর থেকে তাঁর পরিবারের সঙ্গে সপ্তাহে একটি দিনই দেখা করতে পারবেন ৷
২০১৭ সালের ২৫ অগাস্ট জেলে যান রাম রহিম ৷ ২০ বছর কারাদণ্ডের সাজা পান তিনি ৷ শোনা গিয়েছে, জেলে ঢোকার পর থেকে তাঁর পরিবারের সঙ্গে সপ্তাহে একটি দিনই দেখা করতে পারবেন ৷
advertisement
7/7
জেলে নাকি বেশ ভাল ভাবেই রয়েছেন রাম রহিম ৷ রোজ জেলের বাগানে সব্জি চাষ করেন তিনি ৷ বিপুল পরিশ্রমে ২ বছরে ১৫ কেজি ওজন কমিয়েছেন রাম রহিম ৷
জেলে নাকি বেশ ভাল ভাবেই রয়েছেন রাম রহিম ৷ রোজ জেলের বাগানে সব্জি চাষ করেন তিনি ৷ বিপুল পরিশ্রমে ২ বছরে ১৫ কেজি ওজন কমিয়েছেন রাম রহিম ৷
advertisement
advertisement
advertisement