হাতি, ঘোড়া নয় বর যেভাবে বর বিয়ে করতে এল! তাই দেখে পড়ে গেল শোরগোল! 'থ' হয়ে গেল সবাই

Last Updated:
ওই ভিডিওতে দেখা যাচ্ছে জেসিবি মেশিনে একটি বালতির দাঁড়িয়ে রয়েছে বর। আর তাই দেখেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
1/7
চন্দ্রগহণের সময় বিয়ে, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান উদযাপন করবেন না। এই সময় কোনও শুভ কাজ শুরু করবেন না। কারণ, বিশ্বাস করা হয়, এই সময় পৃথিবীর সমস্ত শক্তি অস্থির অবস্থায় থাকে।
বিয়ে মানেই সবার কাছেই একটা বিশেষ দিন হয়ে থাকে। বর হোক বা বউ, বিয়ে মানেই নতুন করে জীবনের পথচলা হিসাবে ধরা হয়। সেই জন্যই বিবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে ধরা হয়।
advertisement
2/7
আচার্য চাণক্য বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান যেন বেশি না হয়। শারীরিকভাবে সক্ষম পুরুষই তাঁর স্ত্রীর দৈহিক আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। স্বামী বৃদ্ধ হলে স্ত্রীকে মানসিক ও শারীরিক সুখ দিতে পারেন না। স্ত্রীর ইচ্ছাপূরণ না হলে তিনি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন।
কিন্তু, এই সময় বর এবং বউ দুই পক্ষই চান নিজেদের বিয়ে একটু আলাদা একটু অন্যরকম করতে।
advertisement
3/7
'ভালবাসা অন্ধ...' তাই আমরা যখন কাউকে ভালবাসি, তখন আমরা তার বয়স, ভাষা, উপভাষা, উচ্চতা, রঙের মতো কোনো সামাজিক মানদণ্ডের দিকে তাকাই না। এই ভালবাসা শুধু চোখ ভেদ করে হৃদয়ে পৌছায় এবং মানুষ সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু যখন বিয়ের কথা আসে তখন প্রেম অন্ধ হলেও বিয়ে হয় না। স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে সমাজে অনেক নিয়ম-কানুন আছে, যা মেনে চলা হয়। এরকম একটি নিয়ম স্বামী-স্ত্রীর বয়স সম্পর্কিত। আমাদের ভারতীয় সমাজে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বড় হওয়া উচিত। প্রশ্ন জাগে স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের সঠিক ব্যবধান কত হওয়া উচিত?
তাই অনেকেই একটু অন্যরকম ভাবে নিজেদের বিয়ে উদযাপন করতে চান। অনেকেই, ঘোড়া, হাতির উপরে চেপে রাজার মতন বিয়ে করতে আসেন।
advertisement
4/7
'ভালবাসা অন্ধ...' তাই আমরা যখন কাউকে ভালবাসি, তখন আমরা তার বয়স, ভাষা, উপভাষা, উচ্চতা, রঙের মতো কোনো সামাজিক মানদণ্ডের দিকে তাকাই না। এই ভালবাসা শুধু চোখ ভেদ করে হৃদয়ে পৌছায় এবং মানুষ সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু যখন বিয়ের কথা আসে তখন প্রেম অন্ধ হলেও বিয়ে হয় না। স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে সমাজে অনেক নিয়ম-কানুন আছে, যা মেনে চলা হয়। এরকম একটি নিয়ম স্বামী-স্ত্রীর বয়স সম্পর্কিত। আমাদের ভারতীয় সমাজে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে যে স্বামীর বয়স স্ত্রীর চেয়ে বড় হওয়া উচিত। প্রশ্ন জাগে স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের সঠিক ব্যবধান কত হওয়া উচিত?
অনেক সময়েই দেখা যায় কনেরা পালকি চেপে রানির মতন আসছেন। কিন্তু বরপক্ষের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই আলাদা।
advertisement
5/7
বিয়ে শুধুমাত্র শারীরিক সম্পর্কের উপর নির্ভর করে না। এই কারণেই শুধুমাত্র বৈজ্ঞানিক মানদণ্ডে বিয়ের বয়স নির্ধারণ করা যায় না। আসলে, প্রতিটি মানুষের শারীরিক এবং মানসিক পরিপক্কতা আলাদা। সম্পর্কের ক্ষেত্রে, বয়সের পার্থক্য কম গুরুত্বপূর্ণ এবং বোঝাপড়া, বিশ্বাস এবং সম্মান বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু, গুজরাতের নভসারির একটি ভিডিও সামনে এসেছে যা ইতিমধ্যেই রীতিমত ভাইরাল হয়েছে। যা দেখে সবাই রীতিমত অবাক হয়ে গিয়েছে। কারণ, হাতি বা ঘোড়া নয়, বর বিয়ে করতে আসছেন জেসিবিতে চেপে!
advertisement
6/7
 ওই ভিডিওতে দেখা যাচ্ছে জেসিবি মেশিনে একটি বালতির দাঁড়িয়ে রয়েছে বর। আর তাই দেখেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে জেসিবি মেশিনে একটি বালতির দাঁড়িয়ে রয়েছে বর। আর তাই দেখেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
7/7
প্রতীকী ছবি
কেউ কেউ এই ভিডিও দেখে ইনস্টাগ্রাম দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, "ভাই নিশ্চয় সিভিল ইঞ্জিনিয়ার", আরও একজন লেখেন, "আলট্রা প্রো ম্যাক্স এন্ট্রি" আরও একজন লেখেন, "জেসিবির ওয়াইল্ড কার্ড এন্ট্রি" আর একজন লেখেন, "এ তো বাহুবলী"
advertisement
advertisement
advertisement