Israel Gaza News: বেঁধে রেখে এলোপাথাড়ি মার, লাথি! লাগেজের গায়ে লিখে দিয়েছিল অশ্লীল শব্দ..ইজরায়েলি সেনার অকথ্য অত্যাচারের কথা জানালেন গ্রেটা

Last Updated:
পুরুষাঙ্গের ছবি এঁকে, তাঁকে ইংরেজি ভাষায় পতিতা লেখা হয়েছে সেখানে৷ এছাড়া, তাঁদের বন্দিদশায় গ্রেটাদের বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ যদিও গ্রেটাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল৷
1/7
সুইডেন: যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্যালেস্তিনীয়দের ত্রাণ পৌঁছে দিতে সুইডেনের পরিবেশ এবং মানবাধিকারী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ‘ফ্রিডম ফ্লোটিলা’র নেতৃত্বে পরিচালিত হয়েছিল বিরাট নৌ যাত্রা৷
সুইডেন: যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্যালেস্তিনীয়দের ত্রাণ পৌঁছে দিতে সুইডেনের পরিবেশ এবং মানবাধিকারী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ‘ফ্রিডম ফ্লোটিলা’র নেতৃত্বে পরিচালিত হয়েছিল বিরাট নৌ যাত্রা৷
advertisement
2/7
কমপক্ষে ৬ মহাদেশ জুড়ে ৪৪টি দেশের তরফে ৫০টিরও বেশি নৌকো সমুদ্র পেরিয়ে এগোচ্ছিল গাজার উদ্দেশ্যে৷ কিন্তু, মাঝপয়তেই তাদের আটক করেছিল ইজরায়েলি সেনা৷ আটক করা হয়েছিল ৪০০ জনকে৷ সম্প্রতি মুক্তি দেওয়া হয় তাঁদের৷ কিন্তু, মুক্তি পাওয়ার পরে ইজরায়েলি সেনার বন্দিদশায় থাকার সেই ভয়াবহ সময়ের কথা এবার সর্বসমক্ষে জানালেন ২২ বছরের তরুণী আন্দোলনকারী গ্রেটা৷
কমপক্ষে ৬ মহাদেশ জুড়ে ৪৪টি দেশের তরফে ৫০টিরও বেশি নৌকো সমুদ্র পেরিয়ে এগোচ্ছিল গাজার উদ্দেশ্যে৷ কিন্তু, মাঝপয়তেই তাদের আটক করেছিল ইজরায়েলি সেনা৷ আটক করা হয়েছিল ৪০০ জনকে৷ সম্প্রতি মুক্তি দেওয়া হয় তাঁদের৷ কিন্তু, মুক্তি পাওয়ার পরে ইজরায়েলি সেনার বন্দিদশায় থাকার সেই ভয়াবহ সময়ের কথা এবার সর্বসমক্ষে জানালেন ২২ বছরের তরুণী আন্দোলনকারী গ্রেটা৷
advertisement
3/7
ইজরায়েলি সেনা মাঝপথেই জলকামান দেগে গ্রেটাদের গাজা যাত্রা থামিয়ে দেয়৷ বন্দি করে গ্রেটা সহ ৪০০ জনকে৷ হাই সিকিওরিটি প্রিজনে ভরা হয় গ্রেটা সহ তাঁর সতীর্থদের৷
ইজরায়েলি সেনা মাঝপথেই জলকামান দেগে গ্রেটাদের গাজা যাত্রা থামিয়ে দেয়৷ বন্দি করে গ্রেটা সহ ৪০০ জনকে৷ হাই সিকিওরিটি প্রিজনে ভরা হয় গ্রেটা সহ তাঁর সতীর্থদের৷
advertisement
4/7
নিজের দেশে ফিরে সংবাদমাধ্যমের সামনে গ্রেটা জানিয়েছেন, তাঁর সঙ্গে কী ভয়ঙ্কর অশালীন আচরণ করেছেন ইজরায়েলি সেনারা৷
নিজের দেশে ফিরে সংবাদমাধ্যমের সামনে গ্রেটা জানিয়েছেন, তাঁর সঙ্গে কী ভয়ঙ্কর অশালীন আচরণ করেছেন ইজরায়েলি সেনারা৷
advertisement
5/7
থুনবার্গ বলেন, ‘‘গার্ডদের কোনও সহমর্মিতা, কোনও মানবতা ছিল না৷ ওরা সমানে আমার সঙ্গে সেলফি তুলে যাচ্ছিল৷ আমাকে বেঁধে রেখে সেলফি তুলছিল একের পর এক ইজরায়েলি সেনা৷ সকলকে যেখানে রেখেছিল, সেখান থেকে একেবারে উল্টোদিকে ওরা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়৷ আমার পাশে সবসময় একটা পতাকা ছিল, ওরা আমাকে প্রবল মেরেছে, লাথি মেরেছে৷’’
থুনবার্গ বলেন, ‘‘গার্ডদের কোনও সহমর্মিতা, কোনও মানবতা ছিল না৷ ওরা সমানে আমার সঙ্গে সেলফি তুলে যাচ্ছিল৷ আমাকে বেঁধে রেখে সেলফি তুলছিল একের পর এক ইজরায়েলি সেনা৷ সকলকে যেখানে রেখেছিল, সেখান থেকে একেবারে উল্টোদিকে ওরা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়৷ আমার পাশে সবসময় একটা পতাকা ছিল, ওরা আমাকে প্রবল মেরেছে, লাথি মেরেছে৷’’
advertisement
6/7
যন্ত্রণার কথা জানিয়ে গ্রেটা বলেন, ‘‘ওইটুকু সময়ে এতকিছু হচ্ছিল৷ প্রবল যন্ত্রণা আর আতঙ্কের মাঝেও শান্ত থাকতে হচ্ছিল৷’’
যন্ত্রণার কথা জানিয়ে গ্রেটা বলেন, ‘‘ওইটুকু সময়ে এতকিছু হচ্ছিল৷ প্রবল যন্ত্রণা আর আতঙ্কের মাঝেও শান্ত থাকতে হচ্ছিল৷’’
advertisement
7/7
গ্রেটার অভিযোগ, এছাড়াও ইজরায়েলি সেনা ওঁর লাগেজে অশালীন গ্রাফিটি করে দিয়েছে৷ পুরুষাঙ্গের ছবি এঁকে, তাঁকে ইংরেজি ভাষায় পতিতা লেখা হয়েছে সেখানে৷ এছাড়া, তাঁদের বন্দিদশায় গ্রেটাদের বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ যদিও গ্রেটাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল৷
গ্রেটার অভিযোগ, এছাড়াও ইজরায়েলি সেনা ওঁর লাগেজে অশালীন গ্রাফিটি করে দিয়েছে৷ পুরুষাঙ্গের ছবি এঁকে, তাঁকে ইংরেজি ভাষায় পতিতা লেখা হয়েছে সেখানে৷ এছাড়া, তাঁদের বন্দিদশায় গ্রেটাদের বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ৷ যদিও গ্রেটাদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ইজরায়েল৷
advertisement
advertisement
advertisement