শনিবার ফের বাড়ল পেট্রোপণ্যের দাম । কেন্দ্রের শুল্কে ছাড়ের ঘোষণার পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে ৫ টাকা করে কমেছিল জ্বালানির দাম । জাতীয় স্তরেও মাত্র একদিনের জন্যই কমেছিল দাম কিন্তু সেই স্বস্তি একদমই দীর্ঘস্থায়ী হয়নি । গত ৫ দিন ধরে লাগাতার বেড়েছে জ্বালানির দাম ।(ছবি: সংগৃহীত)