Fear of Accident: এই স্কুলকে রক্ষা করতে পারেন ঈশ্বরই! প্রতি মুহূ্র্তেই তাড়া করে বেড়াচ্ছে মৃত্যুভয়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Fear of Accident: সিলিং ফ্যান স্কুলের শিক্ষকের মাথার উপরে খুলে পড়তে পড়তে বেঁচে গিয়েছেন তিনি
ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে দিদিমণি একটি শিশুর প্রবেশিকা পরীক্ষা নিচ্ছেন ৷ কিন্তু ছাদ দিয়ে ক্রমাগত জল পড়ে যাচ্ছে, জল যে পড়ছে এই জল পড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বালতি বসানো হয়েছে ৷ বৃষ্টি বাদলের দিনে জল যেভাবে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে ৷ এর থেকেই বুঝতে পারা যাচ্ছে দেওয়াল ও ছাদ কতখানি দুর্বল হয়েছে ৷
advertisement
advertisement
advertisement
ছাদ থেকে জল ক্রমাগত পড়তে পড়তে মেঝে পিচ্ছিল করে দিয়েছে ৷ প্রাথমিক শিক্ষা দফতরের ডিরেক্টর রামকৃষ্ণ অনিয়াল জানিয়েছেন স্কুলের অবস্থা দেখে একটি খরচের খসড়া বানাতে হবে ৷ তবে কবে কাজটি সম্পন্ন হবে তা বলা সম্ভব নয় এমনটাই জানিয়েছেন ৷ সেখান থেকে মেয়রের বাড়ি মাত্র চার পায়ের দূরত্ব ৷ ক্যাবিনেট মন্ত্রী গণেশ জোশীর বাড়ি এক কিলোমিটারের মধ্যে ৷