Fake University: সন্তানের ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয় খুঁজছেন! ভুলেও এই ইউনিভার্সিটিতে নয়, কারণ ভর্তি ভুয়ো বিশ্ববিদ্যালয়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Fake University: ভর্তি ভুয়ো বিশ্ববিদ্যালয়, দক্ষিণ ভারতে রয়েছে অনেক বিশ্ববিদ্যালয়, আপনি সেরকম বিশ্ববিদ্যালয় বাছছেন না তো!
advertisement
ভারতে একাধিক ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসি থেকে স্বীকৃতি না পেয়েও তরুণ প্রজন্মের ভর্তি করে তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করছে৷ এসব বিশ্ববিদ্যালয় সারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে৷ Photo- Representative
advertisement
advertisement
সারা দেশে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া৷ কিছু বিশ্ববিদ্যালয় সিইউটি ইউজি ফলাফল প্রকাশের পরে ভর্তি প্রক্রিয়া শুরু করবে, আবার কিছু জায়গায় ইতিমধ্যে ভর্তির ফর্ম প্রকাশ করেছে। যে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে সঠিক গবেষণা করে নিন। এতে আপনার কেরিয়ার নষ্ট হওয়া থেকে বাঁচবে। যে কোনও ভুয়ো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস করলে পরবর্তী কেরিয়ারে ব্যাপক ক্ষতি হতে পারে (UP Fake University List)। Photo- Representative
advertisement
advertisement
advertisement
অন্ধ্রপ্রদেশ জাল বিশ্ববিদ্যালয়: অন্ধ্রপ্রদেশ১- ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, #৩২-৩২-২০০৩, ৭তম লেন, কাকুমানুভারিথো, গুন্টুর, অন্ধ্র প্রদেশ - ৫২২০০২। একই ইউনিভার্সিটির আরেকটি ঠিকানা আছে, ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, ফিট নং ৩০১, গ্রেস ভিলা অ্যাপার্টমেন্ট, ৭/৫, শ্রীনগর, গুন্টুর, অন্ধ্রপ্রদেশ-৫২২০০২ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement