Fact Check: পেঞ্চের জঙ্গলে মদ্যপ বাঘকে বোতল থেকে খাওয়াতে চাইছে দিশি মদ! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, জানুন আসল সত্যিটা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Fact Check: পেঞ্চে পেঁচো মাতালের মাতলামি! বাঘকে খাওয়াতে চেষ্টা করল দিশি মদ...
: মধ্যপ্রদেশের পেঞ্চের রাজু প্যাটেল নামে এক ব্যক্তি বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছেন৷ মারাত্মক এই অভিযোগে নেটদুনিয়া তোলপাড়৷ নেট দুনিয়ায় ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ অত্যন্ত দ্রুত ভাইরাল হওয়া ভিডিওটি কিন্তু পুরোটাই ভাইরাল৷ এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে তৈরি হয়েছে৷
advertisement
ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে যে ৫২ বছর বয়সী এক শ্রমিক, রাজু, যিনি রাতের বেলা মদ্যপান করতে করতে পেঞ্চের জঙ্গলের রাস্তায় ঘুরছিলেন৷ তিনি একটি বাঘকে একটি বড় বিড়ালের সঙ্গে গুলিয়ে ফেলেন এবং তারপর রাস্তার আলোতে দেখা যাচ্ছিল পোষ্যদের যেরকম মানুষ আদর করে আর তারাও পছন্দ করে সেই আদর খায় এই বাঘটিও সেভাবেই আদর খাচ্ছিল। ভিডিওটি এতটাই বাস্তবসম্মত বলে মনে হয়েছিল যে বেশিরভাগ লোক ভেবেছিলেন এটি পেঞ্চের জঙ্গলের সিসিটিভি রেকর্ডিং।
advertisement
ভাইরাল পেঞ্চ টাইগার ভিডিওটি এআই দ্বারা তৈরিতথ্য-পরীক্ষকরা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে ক্লিপটি এআই দ্বারা তৈরি এবং এটি কোনও বাস্তব ঘটনা নয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একাধিক ফ্যাক্ট চেক সংস্থা এই ভিডিওটির সত্যতা প্রমাণ করতে নামে৷ কার্লি টেলসের ফ্যাক্ট চেকের ভিত্তিতেই নিউজ ১৮ বাংলা এই ফ্যাক্ট চেক আর্টিকেলটি প্রকাশ করেছে৷ কোনও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম বা স্থানীয় বন বিভাগ কখনও এমন কোনও ঘটনা নথিভুক্ত করেনি৷
advertisement
advertisement
advertisement
