Earthquake In India: দেশের পশ্চিম থেকে পূর্ব উঠল কেঁপে, একের পর এক কম্পনের ধাক্কা ভোররাতে

Last Updated:
Earthquake In India: শুক্রবার ভোররাতে রাজস্থান (জয়পুরের ভূমিকম্প) থেকে মণিপুর পর্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
1/7
: দেশের বিভিন্ন অংশে শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল৷ আতঙ্কের স্রোত বয়ে যায় মানুষের মধ্যে দিয়ে৷ শুক্রবার ভোররাতে রাজস্থান (জয়পুরের ভূমিকম্প) থেকে মণিপুর পর্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
: দেশের বিভিন্ন অংশে শুক্রবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল৷ আতঙ্কের স্রোত বয়ে যায় মানুষের মধ্যে দিয়ে৷ শুক্রবার ভোররাতে রাজস্থান (জয়পুরের ভূমিকম্প) থেকে মণিপুর পর্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
advertisement
2/7
একদিকে রাজস্থানে বারবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, অন্যদিকে মণিপুরেও ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে মাটি৷ এক ঘণ্টার মধ্যে জয়পুরে এক ঘণ্টায় তিনবার পৃথিবী কেঁপে ওঠে এবং কম্পনের তীব্রতা বেশ জোরালো অনুভূত হওয়ায় এলাকায় লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন৷
একদিকে রাজস্থানে বারবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, অন্যদিকে মণিপুরেও ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে মাটি৷ এক ঘণ্টার মধ্যে জয়পুরে এক ঘণ্টায় তিনবার পৃথিবী কেঁপে ওঠে এবং কম্পনের তীব্রতা বেশ জোরালো অনুভূত হওয়ায় এলাকায় লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন৷
advertisement
3/7
জয়পুর সহ আশেপাশের এলাকায়, পুরো শহর কেঁপে  ওঠে এবং লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দৌড়াতে দেখা যায়। তিনবারের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে যথাক্রমে ৩.১, ৩.৪ এবং ৪.৪ পরিমাপ করা হয়েছিল। আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
জয়পুর সহ আশেপাশের এলাকায়, পুরো শহর কেঁপে  ওঠে এবং লোকজনকে তাদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দৌড়াতে দেখা যায়। তিনবারের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে যথাক্রমে ৩.১, ৩.৪ এবং ৪.৪ পরিমাপ করা হয়েছিল। আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
advertisement
4/7
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, শুক্রবার অর্থাৎ আজ সকালে জয়পুর শহরে এক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে এবং এর তীব্রতা আলাদাভাবে তিনবার পরিমাপ করা হয়েছে। জয়পুরে ৪.২৫ মিনিটে  কম্পন অনুভূত হয়েছে৷  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল মাটির তলায় ১০ কিলোমিটার।
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, শুক্রবার অর্থাৎ আজ সকালে জয়পুর শহরে এক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে এবং এর তীব্রতা আলাদাভাবে তিনবার পরিমাপ করা হয়েছে। জয়পুরে ৪.২৫ মিনিটে  কম্পন অনুভূত হয়েছে৷  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল মাটির তলায় ১০ কিলোমিটার।
advertisement
5/7
এছাড়া বাকি দুটি  ভূমিকম্প হয়  ৪:২২ মিনিটে, অন্য ভূমিকম্পটি ছিল এরও পরে৷ শেষ ভূমিকম্পটি ৪.৯ মাত্রা ছিল রিখটার স্কেলে এই কম্পনটিতেই সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় মানুষ৷
এছাড়া বাকি দুটি  ভূমিকম্প হয়  ৪:২২ মিনিটে, অন্য ভূমিকম্পটি ছিল এরও পরে৷ শেষ ভূমিকম্পটি ৪.৯ মাত্রা ছিল রিখটার স্কেলে এই কম্পনটিতেই সবচেয়ে বেশি ভয় পেয়ে যায় মানুষ৷
advertisement
6/7
এদিকে একই সঙ্গে মণিপুরেও ভূমিকম্পের ঝটকা অনুভূত হয়েছে৷  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, মণিপুরের উখরুলে ভোরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল৷
এদিকে একই সঙ্গে মণিপুরেও ভূমিকম্পের ঝটকা অনুভূত হয়েছে৷  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, মণিপুরের উখরুলে ভোরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল৷
advertisement
7/7
যার তীব্রতা রিখটার স্কেলে ৩.৫ মাপা হয়েছিল। মণিপুরের এই ভূমিকম্পে এখও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত পৃথিবী কাঁপতে দেখা যায়।
যার তীব্রতা রিখটার স্কেলে ৩.৫ মাপা হয়েছিল। মণিপুরের এই ভূমিকম্পে এখও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত পৃথিবী কাঁপতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement