Earthquake: পায়ের তলায় নড়ে উঠল মাটি! ভূমিকম্পের জেরে প্রবল আতঙ্কে দেশের এই জায়গার মানুষ

Last Updated:
Earthquake: স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করলে মানুষ তাদের ঘর থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করেন। জানা গিয়েছে, ভূমিকম্প প্রায় দুই সেকেন্ড স্থায়ী ছিল।
1/10
অন্ধ্রপ্রদেশের গঙ্গাভারাম, তাড়্লুরু, এবং রামভদ্রপুরম গ্রামে এই ভূমিকম্প অনুভূত হয়। পাশাপাশি মুন্ডলামুরু মণ্ডলের শংকরাপুরম, পোলভারাম, পাসুপুগাল্লু এবং ভেম্পাডু এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
অন্ধ্রপ্রদেশের গঙ্গাভারাম, তাড়্লুরু, এবং রামভদ্রপুরম গ্রামে এই ভূমিকম্প অনুভূত হয়। পাশাপাশি মুন্ডলামুরু মণ্ডলের শংকরাপুরম, পোলভারাম, পাসুপুগাল্লু এবং ভেম্পাডু এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
advertisement
2/10
অন্ধ্র প্রদেশ আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার সকালে প্রকাশম জেলায় হালকা ভূমিকম্পের কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অন্ধ্র প্রদেশ আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে। শনিবার সকালে প্রকাশম জেলায় হালকা ভূমিকম্পের কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement
3/10
জেলার মুন্ডলামুরু এবং তাড়্লুরু মণ্ডলের বিভিন্ন গ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে এই ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে যান।
জেলার মুন্ডলামুরু এবং তাড়্লুরু মণ্ডলের বিভিন্ন গ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ করে এই ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে চলে যান।
advertisement
4/10
তবে কম্পন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি৷  মাটি কাঁপা প্রায় দুই সেকেন্ড ধরে স্থায়ী ছিল। তবে হঠাৎ ঘটা এই কাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷
তবে কম্পন খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি৷  মাটি কাঁপা প্রায় দুই সেকেন্ড ধরে স্থায়ী ছিল। তবে হঠাৎ ঘটা এই কাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷
advertisement
5/10
হঠাৎ করে মাটি কাঁপায় আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রকাশম জেলার মুন্ডলামুরু এবং তাড়্লুরু মণ্ডলের বিভিন্ন গ্রামে মাটি কাঁপলে মানুষ তাদের ঘর থেকে বাইরে ছুটে যান।
হঠাৎ করে মাটি কাঁপায় আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রকাশম জেলার মুন্ডলামুরু এবং তাড়্লুরু মণ্ডলের বিভিন্ন গ্রামে মাটি কাঁপলে মানুষ তাদের ঘর থেকে বাইরে ছুটে যান।
advertisement
6/10
তাড়্লুরু মণ্ডলের গঙ্গাভারাম, তাড়্লুরু এবং রামভদ্রপুরম গ্রামে ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে মুন্ডলামুরু মণ্ডলের শংকরাপুরম, পোলভারাম, পাসুপুগাল্লু এবং ভেম্পাডু এলাকায়ও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
তাড়্লুরু মণ্ডলের গঙ্গাভারাম, তাড়্লুরু এবং রামভদ্রপুরম গ্রামে ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে মুন্ডলামুরু মণ্ডলের শংকরাপুরম, পোলভারাম, পাসুপুগাল্লু এবং ভেম্পাডু এলাকায়ও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
advertisement
7/10
মুন্ডলামুরুর একটি স্কুলের ছাত্রছাত্রীরা বাইরে দৌড়ে পালায়। সরকারি অফিসের কর্মীরাও তাদের কাজ ছেড়ে বাইরে বেরিয়ে যান।
মুন্ডলামুরুর একটি স্কুলের ছাত্রছাত্রীরা বাইরে দৌড়ে পালায়। সরকারি অফিসের কর্মীরাও তাদের কাজ ছেড়ে বাইরে বেরিয়ে যান।
advertisement
8/10
বহু গ্রামে দুই সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কারণে ঘরের জিনিসপত্র নড়ে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বহু গ্রামে দুই সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কারণে ঘরের জিনিসপত্র নড়ে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন।
advertisement
9/10
এর আগে এই মাসের ৪ তারিখেও তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছিল। কয়েক সেকেন্ড ধরে চলা সেই ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে ছিল।
এর আগে এই মাসের ৪ তারিখেও তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছিল। কয়েক সেকেন্ড ধরে চলা সেই ভূমিকম্পের কারণে মানুষ আতঙ্কে ছিল।
advertisement
10/10
মুলুগু জেলার মেদারাম এলাকাকে কেন্দ্র করে সেই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.০ হিসেবে পরিমাপ করা হয়। এর প্রভাবে একত্রিত ওয়ারাঙ্গাল জেলা এবং অন্যান্য এলাকাতেও মাটি কাঁপতে দেখা যায়।
মুলুগু জেলার মেদারাম এলাকাকে কেন্দ্র করে সেই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.০ হিসেবে পরিমাপ করা হয়। এর প্রভাবে একত্রিত ওয়ারাঙ্গাল জেলা এবং অন্যান্য এলাকাতেও মাটি কাঁপতে দেখা যায়।
advertisement
advertisement
advertisement