মহাবিপর্যয় আসন্ন...? সমুদ্রে ভেসে এল ৫ ফুটের এই 'মাছ', সুনামির মতো প্রলয়ের বড় 'ইঙ্গিত', বলছে মানুষ!

Last Updated:
Doomsday Fish: তামিলনাড়ুর পাম্বানের কাছে সমুদ্রে আর পাঁচদিনের মতোই নোঙর করছিল জেলেরা। তাদের জালেই আচমকা উঠে এল একটি দৈত্যাকার মাছ! আবিষ্কারের অর্থ হল, নিকটবর্তী ধ্বংসের দিন। সোমবার, সমুদ্রে নোঙ্গর ফেলা মাত্র এই বিরল মাছটি খুঁজে পান জেলেরা যাকে "ডুমসডে ফিশ" বলা হয়!
1/9
তামিলনাড়ুর পাম্বানের কাছে সমুদ্রে আর পাঁচদিনের মতোই নোঙর করছিল জেলেরা। তাদের জালেই আচমকা উঠে এল একটি দৈত্যাকার মাছ! আবিষ্কারের অর্থ হল, নিকটবর্তী ধ্বংসের দিন। সোমবার, সমুদ্রে নোঙ্গর ফেলা মাত্র এই বিরল মাছটি খুঁজে পান জেলেরা যাকে
তামিলনাড়ুর পাম্বানের কাছে সমুদ্রে আর পাঁচদিনের মতোই নোঙর করছিল জেলেরা। তাদের জালেই আচমকা উঠে এল একটি দৈত্যাকার মাছ! আবিষ্কারের অর্থ হল, নিকটবর্তী ধ্বংসের দিন। সোমবার, সমুদ্রে নোঙ্গর ফেলা মাত্র এই বিরল মাছটি খুঁজে পান জেলেরা যাকে "ডুমসডে ফিশ" বলা হয়!
advertisement
2/9
তামিলনাড়ুর রামানাথপুরম জেলার সংলগ্ন মান্নার উপসাগরীয় সমুদ্র এলাকাটি প্রবাল প্রাচীর, সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক ঘোড়া, মানাটি এবং ডলফিন-সহ এক হাজারেরও বেশি সামুদ্রিক প্রাণীর আবাসস্থল।
তামিলনাড়ুর রামানাথপুরম জেলার সংলগ্ন মান্নার উপসাগরীয় সমুদ্র এলাকাটি প্রবাল প্রাচীর, সামুদ্রিক কচ্ছপ, সামুদ্রিক ঘোড়া, মানাটি এবং ডলফিন-সহ এক হাজারেরও বেশি সামুদ্রিক প্রাণীর আবাসস্থল।
advertisement
3/9
পাম্বানের দক্ষিণ সমুদ্র অঞ্চলের জেলেরা নিয়মিত এই সমুদ্র অঞ্চলে মাছ ধরছেন বহু বছর। এই মরসুমেও, যথারীতি মৎস্য বিভাগ থেকে মাছ ধরার অনুমতি পেয়ে জেলেরা তীরে চলে আসে এবারেও।
পাম্বানের দক্ষিণ সমুদ্র অঞ্চলের জেলেরা নিয়মিত এই সমুদ্র অঞ্চলে মাছ ধরছেন বহু বছর। এই মরসুমেও, যথারীতি মৎস্য বিভাগ থেকে মাছ ধরার অনুমতি পেয়ে জেলেরা তীরে চলে আসে এবারেও।
advertisement
4/9
আর ঠিক তখনই জেলের জালে উঠল 'ডুমসডে' নামে এক বিরল গভীর সমুদ্রের মাছ! দেখতে ৫ ফুট লম্বা অনেকটা মাছের মতো এই জলজ প্রাণীটিকে দেখেই আঁতকে ওঠেন জেলেরা।
আর ঠিক তখনই জেলের জালে উঠল 'ডুমসডে' নামে এক বিরল গভীর সমুদ্রের মাছ! দেখতে ৫ ফুট লম্বা অনেকটা মাছের মতো এই জলজ প্রাণীটিকে দেখেই আঁতকে ওঠেন জেলেরা।
advertisement
5/9
জাপানি বিশ্বাস অনুসারে, যখন এই মাছটি অস্ট্রেলিয়ান সাগরে তীরে ভেসে আসে, তখন বলা হয় যে ডুমসডে বা ধ্বংসের দিন আসন্ন হলেই এই বিশেষ মাছটি তীরে ভেসে আসে। এই মাছ আসার ইঙ্গিত, বিপর্যয় আসছে।
জাপানি বিশ্বাস অনুসারে, যখন এই মাছটি অস্ট্রেলিয়ান সাগরে তীরে ভেসে আসে, তখন বলা হয় যে ডুমসডে বা ধ্বংসের দিন আসন্ন হলেই এই বিশেষ মাছটি তীরে ভেসে আসে। এই মাছ আসার ইঙ্গিত, বিপর্যয় আসছে।
advertisement
6/9
কথিত আছে যে সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয়, তখন ডুমসডে মাছটি তা আগেই টের পায় এবং এলাকার মানুষকে সতর্ক করার জন্য সমুদ্রের পৃষ্ঠে উঠে আসে।
কথিত আছে যে সমুদ্রের তলদেশে যখন ভূমিকম্প হয়, তখন ডুমসডে মাছটি তা আগেই টের পায় এবং এলাকার মানুষকে সতর্ক করার জন্য সমুদ্রের পৃষ্ঠে উঠে আসে।
advertisement
7/9
কিছুদিন আগে, তামিলনাড়ুর উপকূলে আটকা পড়ার সময় ৭ জন জেলে এটিকে ধরে ফেলে। সেই সময়, এটি কেবল তামিলনাড়ুতেই নয়, বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন, পাম্বানে জেলেদের জালে আবারও ডুমসডে মাছটি ধরা পড়েছে। আর তাতেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
কিছুদিন আগে, তামিলনাড়ুর উপকূলে আটকা পড়ার সময় ৭ জন জেলে এটিকে ধরে ফেলে। সেই সময়, এটি কেবল তামিলনাড়ুতেই নয়, বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এখন, পাম্বানে জেলেদের জালে আবারও ডুমসডে মাছটি ধরা পড়েছে। আর তাতেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
advertisement
8/9
পাম্বানের কিছু জেলে জানিয়েছেন যে এই মাছের মতো জলজ প্রাণীটি আগে কখনও তাদের জালে ধরা পড়েনি। তাঁরা সাধারণত এক ফুট লম্বা মাছ ধরে থাকেন এই সমুদ্রে। কিন্তু এই মাছটি ৫ ফুট লম্বা। মৎস্যজীবীরা বলছেন, যদি এই মাছটি তীরে ভেসে আসে, তাহলে এর অর্থ এটি বিপর্যয় ডেকে আনবে খুব শিগগিরই।
পাম্বানের কিছু জেলে জানিয়েছেন যে এই মাছের মতো জলজ প্রাণীটি আগে কখনও তাদের জালে ধরা পড়েনি। তাঁরা সাধারণত এক ফুট লম্বা মাছ ধরে থাকেন এই সমুদ্রে। কিন্তু এই মাছটি ৫ ফুট লম্বা। মৎস্যজীবীরা বলছেন, যদি এই মাছটি তীরে ভেসে আসে, তাহলে এর অর্থ এটি বিপর্যয় ডেকে আনবে খুব শিগগিরই।
advertisement
9/9
সমুদ্রের গভীরে পাওয়া গেলেও, এই 'ওয়ার ফিশ' খুব কমই ভূপৃষ্ঠে আসে। এই কারণেই মানুষ বিশ্বাস করে যে সুনামির মতো কোনও বড় দুর্যোগ বা ঘটনা ঘটলে এটি ভূপৃষ্ঠে উঠে আসে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন মানুষ! চিন্তার ভাঁজ জেলেদের কপালে।
সমুদ্রের গভীরে পাওয়া গেলেও, এই 'ওয়ার ফিশ' খুব কমই ভূপৃষ্ঠে আসে। এই কারণেই মানুষ বিশ্বাস করে যে সুনামির মতো কোনও বড় দুর্যোগ বা ঘটনা ঘটলে এটি ভূপৃষ্ঠে উঠে আসে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন মানুষ! চিন্তার ভাঁজ জেলেদের কপালে।
advertisement
advertisement
advertisement