২১ বছরের ছোট ষষ্ঠ স্ত্রী শারীরিক সম্পর্কে নারাজ! সপ্তম বিয়ে করতে গেলেন ব্যক্তি

Last Updated:
ওই ব্যক্তির প্রথম স্ত্রী এখনও জীবিত রেয়েছেন । তিনিও ওই গ্রামেই থাকেন । তাঁদের ৫ সন্তানও রয়েছেন । যাঁদের বয়স এখন ২০-৩৫ বছরের মধ্যে ।
1/6
• ছয় নম্বর বিয়ে হয়েছে মাস তিনেক আগে । গত বছরের সেপ্টেম্বরে নিজের থেকে ২১ বছরের ছোট এক যুবতীকে বিয়ে করেছিল ‘গুণধর’ ওই ব্যক্তি । কিন্তু বেশিদিন টেঁকেনি সংসার । প্রতীকী চিত্র ।
• ছয় নম্বর বিয়ে হয়েছে মাস তিনেক আগে । গত বছরের সেপ্টেম্বরে নিজের থেকে ২১ বছরের ছোট এক যুবতীকে বিয়ে করেছিল ‘গুণধর’ ওই ব্যক্তি । কিন্তু বেশিদিন টেঁকেনি সংসার । প্রতীকী চিত্র ।
advertisement
2/6
• স্ত্রী তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দিচ্ছেন না । বিয়ের পর থেকেই যৌনতায় বাধা দিচ্ছেন স্ত্রী, এমনটাই অভিযোগ সুরাতের ওই ব্যক্তির । ফলে এখন ষষ্ঠ স্ত্রী’কে ডিভোর্স দিয়ে সপ্তম বার বিয়ের পিঁড়িতে বসতে চান পেশায় কৃষক আয়ুব দেগিয়া নামের ওই অভিযুক্ত । প্রতীকী চিত্র ।
• স্ত্রী তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করতে দিচ্ছেন না । বিয়ের পর থেকেই যৌনতায় বাধা দিচ্ছেন স্ত্রী, এমনটাই অভিযোগ সুরাতের ওই ব্যক্তির । ফলে এখন ষষ্ঠ স্ত্রী’কে ডিভোর্স দিয়ে সপ্তম বার বিয়ের পিঁড়িতে বসতে চান পেশায় কৃষক আয়ুব দেগিয়া নামের ওই অভিযুক্ত । প্রতীকী চিত্র ।
advertisement
3/6
• পুলিশ সূত্রে খবর, দেগিয়ার প্রথম স্ত্রী এখনও জীবিত রেয়েছেন । তিনিও ওই গ্রামেই থাকেন । তাঁদের ৫ সন্তানও রয়েছেন । যাঁদের বয়স এখন ২০-৩৫ বছরের মধ্যে । প্রতীকী চিত্র ।
• পুলিশ সূত্রে খবর, দেগিয়ার প্রথম স্ত্রী এখনও জীবিত রেয়েছেন । তিনিও ওই গ্রামেই থাকেন । তাঁদের ৫ সন্তানও রয়েছেন । যাঁদের বয়স এখন ২০-৩৫ বছরের মধ্যে । প্রতীকী চিত্র ।
advertisement
4/6
• দেগিয়ার ষষ্ঠ পত্নীর দাবি, তাঁর স্বামীর এই কুকীর্তি সম্বন্ধে বিয়ের আগে কিছুই জানতেন না তিনি । কেন আগের পাঁচ স্ত্রী’কে ডিভোর্স দিয়েছে দেগিয়া, তাও তিনি জানেন না । গোটা বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি । প্রতীকী চিত্র ।
• দেগিয়ার ষষ্ঠ পত্নীর দাবি, তাঁর স্বামীর এই কুকীর্তি সম্বন্ধে বিয়ের আগে কিছুই জানতেন না তিনি । কেন আগের পাঁচ স্ত্রী’কে ডিভোর্স দিয়েছে দেগিয়া, তাও তিনি জানেন না । গোটা বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি । প্রতীকী চিত্র ।
advertisement
5/6
• পুলিশের কাছে তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর স্বামী অন্য একজন যুবতী মহিলার সঙ্গে সহবাস করছেন । সম্ভবত তাঁকে বিয়ে করবে তাঁর স্বামী । প্রতীকী চিত্র ।
• পুলিশের কাছে তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর স্বামী অন্য একজন যুবতী মহিলার সঙ্গে সহবাস করছেন । সম্ভবত তাঁকে বিয়ে করবে তাঁর স্বামী । প্রতীকী চিত্র ।
advertisement
6/6
• দেগিয়ার ষষ্ঠ স্ত্রী’র আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল একজন বিধবা ছিলেন । দেগিয়া তাঁকে টাকাপয়সা এবং গয়নার লোভ দেখিয়ে বিয়ে করেছিল । কিন্তু বিয়ের পর সেই প্রতিশ্রুতি না রেখে স্ত্রী’কে বোনের বাড়ি পাঠিয়ে দেয় । স্ত্রী’র আর কোনও খোঁজ রাখেনি সে। প্রতীকী চিত্র ।
• দেগিয়ার ষষ্ঠ স্ত্রী’র আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল একজন বিধবা ছিলেন । দেগিয়া তাঁকে টাকাপয়সা এবং গয়নার লোভ দেখিয়ে বিয়ে করেছিল । কিন্তু বিয়ের পর সেই প্রতিশ্রুতি না রেখে স্ত্রী’কে বোনের বাড়ি পাঠিয়ে দেয় । স্ত্রী’র আর কোনও খোঁজ রাখেনি সে। প্রতীকী চিত্র ।
advertisement
advertisement
advertisement