৪৫ বছরে এই প্রথম! তাজমহলের দেওয়ালে কী দেখা গেল জানেন? অবাক হয়ে যাবেন

Last Updated:
Tajmahal: তাজমহলের দেওয়ালে যা দেখা গেল, ভয় পেলেন অনেকেই!
1/6
আর্কিওলজিক্যাল সার্বে অফ ইন্ডিয়া-র তথ্য বলছে, শেষবার ১৯৭৮ সালের বন্যায় এমনটা হয়েছিল তাজমহলে। তার পর আবার একই কাণ্ড।
আর্কিওলজিক্যাল সার্বে অফ ইন্ডিয়া-র তথ্য বলছে, শেষবার ১৯৭৮ সালের বন্যায় এমনটা হয়েছিল তাজমহলে। তার পর আবার একই কাণ্ড।
advertisement
2/6
তাজমহলের পেছনেক দিকের দেওয়াল ছুঁয়ে ফেলল যমুনার জল। রেকর্ড বলছে, ৪৫ বছর আগে শেষবার ঘটেছিল এমন ঘটনা।
তাজমহলের পেছনেক দিকের দেওয়াল ছুঁয়ে ফেলল যমুনার জল। রেকর্ড বলছে, ৪৫ বছর আগে শেষবার ঘটেছিল এমন ঘটনা।
advertisement
3/6
ভয়ঙ্কর বন্যায় ভাসছে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। বহু বছর পর আবার ভরা বর্ষায় ফুঁসছে যমুনা। সেই যমুনার জলস্তর এখন কিছুটা কমলেও বিপদ কাটেনি।
ভয়ঙ্কর বন্যায় ভাসছে দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। বহু বছর পর আবার ভরা বর্ষায় ফুঁসছে যমুনা। সেই যমুনার জলস্তর এখন কিছুটা কমলেও বিপদ কাটেনি।
advertisement
4/6
তাজমহল সংলগ্ন দশেরা ঘাটেও যমুনার জল বাইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তাজমহল সংলগ্ন দশেরা ঘাটেও যমুনার জল বাইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
advertisement
5/6
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবশ্য জানিয়েছে, যমুনার জল তাজমহলের বেসমেন্টে প্রবেশ করেনি। ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবশ্য জানিয়েছে, যমুনার জল তাজমহলের বেসমেন্টে প্রবেশ করেনি। ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।
advertisement
6/6
চিনি কা রৌজা, রামবাগ, মেহতাব বাগ, কলা বাগের মতো এলাকাও জলমগ্ন। বহু জায়গার উপর দিয়েই এখন যমুনার জল বইছে।
চিনি কা রৌজা, রামবাগ, মেহতাব বাগ, কলা বাগের মতো এলাকাও জলমগ্ন। বহু জায়গার উপর দিয়েই এখন যমুনার জল বইছে।
advertisement
advertisement
advertisement