‘‌নিসর্গ’‌ চলে গিয়েছে, এখন ত্রাণ পৌঁছতে আর জীবন স্বাভাবিক করতে লড়ছে NDRF

Last Updated:
বৃহস্পতিবারই এনডিআরএফ-এর টিম সবমিলিয়ে প্রায় ৪৭৮টি গাছ, ৭৮টি ইলেকট্রিক পোল এবং ১৭০ কিলোমিটারের বেশি রাস্তা পরিষ্কার করেন ৷
1/5
মুম্বইয়ে ঘূর্ণিঝড় এক বিরল ঘটনা। শেষবার দেখা গিয়েছিল ১৩৮ বছর আগে, ১৮৮২ সালে। তারপর এবার।
মুম্বইয়ে ঘূর্ণিঝড় এক বিরল ঘটনা। শেষবার দেখা গিয়েছিল ১৩৮ বছর আগে, ১৮৮২ সালে। তারপর এবার।
advertisement
2/5
আবারও সেই বুধবার। আবারও এক ঘূর্ণিঝড়। ২০ মে আমফানের পর ৩ জুন নিসর্গ। আমফান তছনছ করেছে পশ্চিমবঙ্গকে। বুধবার দুপুর একটা নাগাদ, নিসর্গ আছড়ে পড়ে মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা আলিবাগে ৷ সাইক্লোনের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার ৷
আবারও সেই বুধবার। আবারও এক ঘূর্ণিঝড়। ২০ মে আমফানের পর ৩ জুন নিসর্গ। আমফান তছনছ করেছে পশ্চিমবঙ্গকে। বুধবার দুপুর একটা নাগাদ, নিসর্গ আছড়ে পড়ে মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা আলিবাগে ৷ সাইক্লোনের গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার ৷
advertisement
3/5
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচুর জায়গায় গাছ পড়ে যায় ৷ যার ফলে হয় রাস্তা ব্লকও ৷ বৃহস্পতিবার সেই সমস্ত জায়গায় গাছ কাটা এবং রাস্তা সাফাইয়ের কাজে নেমে পড়েন উদ্ধারকারীরা ৷
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রচুর জায়গায় গাছ পড়ে যায় ৷ যার ফলে হয় রাস্তা ব্লকও ৷ বৃহস্পতিবার সেই সমস্ত জায়গায় গাছ কাটা এবং রাস্তা সাফাইয়ের কাজে নেমে পড়েন উদ্ধারকারীরা ৷
advertisement
4/5
আলিবাগ থেকে মুরুদ, মানগাঁও থেকে শ্রীবর্ধন এবং হরিহরেশ্বর, শ্রীবর্ধন থেকে দিবেগড়, আলিবাগ থেকে রোহার মতো রাস্তাগুলি ঝড়ে গাছ পড়ে ব্লক হয় ৷ সেই রাস্তাগুলি স্বাভাবিক করার কাজে নেমে পড়ে এনডিআরএফ-এর টিম ৷
আলিবাগ থেকে মুরুদ, মানগাঁও থেকে শ্রীবর্ধন এবং হরিহরেশ্বর, শ্রীবর্ধন থেকে দিবেগড়, আলিবাগ থেকে রোহার মতো রাস্তাগুলি ঝড়ে গাছ পড়ে ব্লক হয় ৷ সেই রাস্তাগুলি স্বাভাবিক করার কাজে নেমে পড়ে এনডিআরএফ-এর টিম ৷
advertisement
5/5
বৃহস্পতিবারই এনডিআরএফ-এর সদস্যরা প্রায় ৪৭৮টি গাছ, ৭৮টি ইলেকট্রিক পোল এবং ১৭০ কিমি-র বেশি রাস্তা পরিষ্কার করেন ৷
বৃহস্পতিবারই এনডিআরএফ-এর সদস্যরা প্রায় ৪৭৮টি গাছ, ৭৮টি ইলেকট্রিক পোল এবং ১৭০ কিমি-র বেশি রাস্তা পরিষ্কার করেন ৷
advertisement
advertisement
advertisement