#নয়াদিল্লি: ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের চোখরাঙানি৷ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়ে রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপ সাইক্লোনে পরিণত হয়ে তামিলনাডু, পুদুচেরি উপকূলে ঝাঁপিয়ে পড়বে। Photo Courtesy- IMD/ Sattellite Image
আইএমডি জারি করা ওয়েদার অ্যালার্ট অনুযায়ি তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে এটি শুক্রবার সকালে নাগাদ পৌঁছতে পারে৷ তামিলনাড়ুর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূলেও ধ্বংসলীলা চালাতে পারে এই সাইক্লোন৷ হতে পারে প্রবল বৃষ্টি৷ এদি সাইক্লোন মনদাউস স্থলভাগ আছড়ে নাও পড়তে পারে এমন একটা সম্ভাবনাও রয়েছে৷ স্থলভাগের কাছাকাছি এর গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কায়৷ Photo Courtesy- IMD/ Sattellite Image
বৃহস্পতিবার এই দমকা ও ঝড়ো হওয়ার পরিমাণ ও গতিবেগ দুই আরও বাড়বে। সকালের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই মুহূর্তে এই ঘূর্ণিঝড় মনদাউসের গড় গতিবেগ ৭০ কিলোমিটার হবে এবং গাস্টিং স্পিড সর্বোচ্চ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনি- রবিবার অবধি এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। শনিবারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে৷ বিক্ষিপ্ত বৃষ্টি হবে ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে৷
এদিক মঙ্গলবার সকালেও হাওয়ায় শিরশিরানি জারি৷ তবে কলকাতায় সামান্য বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত শীতের আমেজ কলকাতা সহ রাজ্যে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা সামান্য নামতে পারে কোথাও কোথাও। শুক্রবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রির কোঠা ছেড়ে তা যেতে পারে ১৮ ডিগ্রির ঘরে৷