Cyclone Biparjoy: দেশে বর্ষা ঢুকতে দেরি! এদিকে আরব সাগরে ফুঁসছে ‘বিপর্যয়’! ঘূর্ণিঝড় কি তাহলে বর্ষা আটকে দিল?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Cyclone Biparjoy intensifies: বর্ষা ঢুকতে দেরি হওয়ার পিছনে অনেকেই ঘূর্ণিঝড় বিপর্যয়কেই দায়ী করছেন। সেটা কি আদৌ ঠিক?
advertisement
advertisement
আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা উত্তর অভিমুখে সরে যেতে পারে। ধীরে ধীরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখানেই শেষ নয়, হাওয়া অফিসের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও প্রবল শক্তি সঞ্চয় করতে পারে ওই ঘূর্ণিঝড়টি। উপগ্রহচিত্র থেকে জানা যাচ্ছে, ভারতীয় সময় রাত ২টো ৩০ মিনিট নাগাদ গোয়ার পশ্চিম-দক্ষিণপশ্চিমে প্রায় ৯০০ কিলোমিটার, মুম্বইয়ের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১২০০ কিলোমিটার, পোরবন্দরের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে প্রায় ১০৯০ কিলোমিটার এবং করাচির দক্ষিণে প্রায় ১৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে বিপর্যয়।
advertisement
এর ফলে পাঁচ দিন ওই অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে ৭ জুন সন্ধ্যা থেকে পশ্চিম-মধ্য এবং দক্ষিণপূর্ব আরব সাগরীয় অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বইবে। কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশের আবহাওয়ার উপরে এর প্রভাব কেমন হবে? এমনিতে দেশে প্রথম বর্ষা প্রবেশ করে কেরলেই। প্রতি বছর ১ জুন কেরলে প্রথম বর্ষা প্রবেশ করে। আর কেরলে বর্ষা ঢুকতে এবার দেরি হচ্ছে।
advertisement
advertisement
ওই সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, আরব সাগরে শক্তিশালী এই আবহাওয়াজনিত অবস্থা গভীর বর্ষা প্রবেশের বিষয়টাকে পুরোপুরি ভাবে নষ্ট করে দিতে পারে। এর প্রভাবে উপকূলবর্তী এলাকায় বর্ষা প্রবেশ করলেও তা ওয়েস্টার্ন ঘাট ভেদ করতে বেশ সমস্যার সম্মুখীন হবে। ফলে স্বাভাবিক ভাবেই দেশের অন্যান্য অংশেও বর্ষা ঢুকতে দেরি হবে। তবে দেশের এই মরশুমের মোট বৃষ্টিপাতের উপর এর কোনও রকম প্রভাব পড়বে না।