

ভারতীয় বায়ু সেনার ক্ষমতা বৃদ্ধিতে চিনা এয়ার ফোর্স ভীত সন্ত্রস্ত৷ সূত্রের খবর অনুযায়ি রাফালের আক্রমণ থেকে বাঁচার জন্য নতুন ধরণের হ্যাঙ্গার (জাহার রাখার জায়গা) তৈরি করছে৷ এয়ার স্ট্রিপের আপডেট তারা করছে খুব দ্রুততার সঙ্গে৷ আর এই কাজে পাকিস্তানের সাহা়য্য নিচ্ছে তারা৷ গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ি বালাকোট (Balakot) এয়ার স্ট্রাইক (Air Strike) থেকে শিক্ষা নিয়েছে চিন৷ আর এরপরেই ঝটপট বদলের রাস্তায় হেঁটেছে৷ Photo-File


ভারতীয় এয়ার ফোর্স বালাকোট থেকে আতঙ্কবাদীদের ক্যাম্পে গ্রাউন্ড পেনিট্রেটিং বোমা দিয়ে নিশানা করেছে৷ একটি গোপন রিপোর্ট অনুযায়ি চিন এই বিষয়টা ভালো করে জানে৷ এর জন্য চিন চারদিক দিয়েই হ্যাঙ্গার বানাচ্ছে৷ সেখানেই নিজেদের ফাইটার প্লেনকে লুকিয়ে রাখবে চিন৷ ভারতীয় বিমান বাহিনীর হানা ঠেকাতেই তৈরি হচ্ছে এই হ্যাঙ্গার৷ এদের দেওয়ার তৈরি করা হচ্ছে ৩ মিটার মোটা৷ Photo-File


হ্যাঙ্গারের দরজা সিঙ্গল পিস হাই স্ট্রং স্টিল প্লেট দিয়ে তৈরি করা হচ্ছে৷ যা ৩০০ থেকে ৫০০ কিলো বোমা, ক্রুজ মিসাইল ও গ্রাউন্ড পেনিট্রেটিং বোমা থেকে বাঁচতে পারে৷ Photo-File


পাকিস্তানের সঙ্গে মিলে স্কার্দু এয়ারবেসকেও উন্নত করে নিচ্ছে চিন৷ ভারতীয় এয়ারফোর্সে র ক্রমশ ক্ষমতাবৃদ্ধিতে আতঙ্কিত চিন৷ তাই নিজেদের বিমান বাহিনীকে নিজেদের মতো করে আপডেট করছে৷ এই কাজে পাকিস্তানও তাদের সঙ্গ দিচ্ছে৷ খবর অনুযায়ি চিন পাকিস্তানের সহায়তায় গিলগিট , বালিস্তানের স্কার্দু এয়ারবেস আপডেট করেছে৷ Photo-File