চার্টার প্লেন 'বুক' করতে কত 'খরচ' বলুন তো...? চমকাবেন শুনলেই, আপনিও বুক করতে পারেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Charter Plane: আসুন বুঝে নেওয়া যাক একটি চার্টার ফ্লাইটের জন্য আপনার খরচ কত হবে। কোথায় এবং কীভাবে একটি চার্টার ফ্লাইট বুক করবেন। এবং একটি ফ্লাইট বুক করার জন্য কী কী পদ্ধতি অনুসরণ করতে হবে।
চার্টার বিমান। আচমকা বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে ফের একবার আলোচনায় উঠে এসেছে 'চার্টার বিমান।' আজ সকালেই একাধিক জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্য রওনা হয়েছিলেন পওয়ার। সূত্রের খবর, মুম্বই থেকে চার্টার করা বোম্বার্ডিয়ার লিয়ারজেট ৪৫ বিমানেই তিনি বারামতির দিকে যাচ্ছিলেন।ঠিক সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে।
advertisement
এই প্রসঙ্গে ফের একবার আলোচনায় এসেছে চার্টার বিমান পরিষেবা। আসলে এই ধরণের বিমান পরিষেবা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই রয়েছে নানা বিভ্রান্তি। এখন প্রশ্ন হল আদৌ এই চার্টার প্লেন আসলে কী? এই বিমানে চড়তে খরচই কত? কী ভাবে বুকিং হয় এই প্লেন? এই সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজ এই প্রতিবেদনে। Photo :News18
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আকাশে ওড়ার অনুমতি কীভাবে পাবেন:প্রথম অনুমতিটি ভারতীয় বিমান বাহিনীর কাছ থেকে নেওয়া হয় এবং দ্বিতীয় অনুমতি বিমানবন্দর অপারেটর দ্বারা জারি করা হয়। যেহেতু এই অনুমতিগুলি পাওয়া চার্টার প্লেন অপারেটরদের জন্য নিয়মিত, তাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের বেশি সময় লাগে না। তাছাড়াএক্ষেত্রে বিমান বুকিং করা যাত্রীদের কোনও অতিরিক্ত ফিও দিতে হবে না।









