হোম » ছবি » দেশ » এখনই সাবধান হোন, অটোচালকদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে ক্যান্সারের সম্ভাবনা
এখনই সাবধান হোন, অটোচালকদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে ক্যান্সারের সম্ভাবনা
Bangla Editor
1/ 6
• তামাক জাতীয় পর্দার্থ গ্রহণ করার জন্য মুম্বইয়ের অটোলাকদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৷
2/ 6
• মুম্বইয়ের অটোচালকদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহার থেকে এসেছেন ৷ তাঁরা প্রায় সকলেই পান, তামাক, গুটখা জাতীয় জিনিস গ্রহণ করেন ৷
3/ 6
• মুম্বইয়ের Cancer Patients Aid Association (CPAA) সম্প্রতি একটি সমীক্ষা করেছে ৷ এতেই দেখা যাচ্ছে শহরের প্রায় ৩৫ হাজার অটোচালক হয় ক্যান্সারে আক্রান্ত, নয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে ৷
4/ 6
• অর্থাৎ মোট চালকদের ৪৫ শতাংশ এই মারণরোগে আক্রান্ত ৷ মুম্বইয়ে ৩ লাখের কাছাকাছি অটোচালক রয়েছেন ৷ এছাড়াও অনুমোদন ছাড়া অটোর সংখ্যা প্রায় ৪ লাখ ৷
5/ 6
• CPAA-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অনিতা পিটার জানান, তামাকজাত পদার্থ গ্রহণ করার জন্য মুখ ও গলার ক্যান্সেরের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ ৷
6/ 6
• ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু হয়েছে ৷ এখনই যদি এই প্রবণতা কমানো না যায় কিছু বছরের মধ্যেই এই অনুপাত ৭০-৮০ শতাংশে গিয়ে পৌঁছবে ৷
এখনই সাবধান হোন, অটোচালকদের মধ্যে ক্রমেই বেড়ে চলেছে ক্যান্সারের সম্ভাবনা
• মুম্বইয়ের Cancer Patients Aid Association (CPAA) সম্প্রতি একটি সমীক্ষা করেছে ৷ এতেই দেখা যাচ্ছে শহরের প্রায় ৩৫ হাজার অটোচালক হয় ক্যান্সারে আক্রান্ত, নয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে ৷