Bus Accident: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা, ভর্তি যাত্রী নিয়ে খেলনার মতো উল্টে গেল বাস! আহত বহু, রক্তে ভাসল রাস্তা

Last Updated:
Bus Accident: শনিবার ফের বাস দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ থেকে গুন্টুর যাওয়ার পথে একটি বেসরকারি বাস উল্টে যায়। বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
1/5
শনিবার ফের বাস দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ থেকে গুন্টুর যাওয়ার পথে একটি বেসরকারি বাস উল্টে যায়। Representative Image
শনিবার ফের বাস দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ থেকে গুন্টুর যাওয়ার পথে একটি বেসরকারি বাস উল্টে যায়। Representative Image
advertisement
2/5
বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। Representative Image
বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। Representative Image
advertisement
3/5
একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাসটি তার ডান দিকে শুয়ে আছে এবং উদ্ধারকারীরা তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পৌরসভার কাছে আউটার রিং রোড (ORR) এ ঘিরে রেখেছে। বাসটি গিয়ে সোজা গার্ডরেলে ধাক্কা মারে। Representative Image
একটি ভিডিওতে দেখা গিয়েছে, বাসটি তার ডান দিকে শুয়ে আছে এবং উদ্ধারকারীরা তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পৌরসভার কাছে আউটার রিং রোড (ORR) এ ঘিরে রেখেছে। বাসটি গিয়ে সোজা গার্ডরেলে ধাক্কা মারে। Representative Image
advertisement
4/5
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়। কুর্নুলের পুলিশ সুপারিনটেনডেন্ট বিক্রান্ত পাতিল বলেন,
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়। কুর্নুলের পুলিশ সুপারিনটেনডেন্ট বিক্রান্ত পাতিল বলেন, "প্রায় ৩টার সময়, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে একটি বাস একটি টু-হুইলারের সাথে ধাক্কা খায়, যা বাসের নিচে আটকে যায়। তারপরে বাসে আগুন ধরে যায়"। Representative Image
advertisement
5/5
কুর্নুলের দুর্ঘটনার স্মৃতি এমনিই খুব টাটকা। এবার এই বাস দুর্ঘটনার জেরে তীব্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
কুর্নুলের দুর্ঘটনার স্মৃতি এমনিই খুব টাটকা। এবার এই বাস দুর্ঘটনার জেরে তীব্র আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। Representative Image
advertisement
advertisement
advertisement