SPA Center: দিনের বেলায় মাছি তাড়াত, রাত হলেই বদলে যেত চরিত্র, স্পা সেন্টারের বাইরে বুড়োরা জমাত ভিড়, তারপর...

Last Updated:
SPA Center: স্পা সেন্টারে শরীরের ম্যাসাজ হত কী নাকি অন্য কিছু যাতে বুড়ো কাস্টমাররাই জমাত ভিড়, এলাকার মধ্যে এ কী...
1/6
: এখন শুধু বড় শহরেই নয়, সারা দেশের বিভিন্ন ছোট ছোট জায়গাতেও দ্রুত স্পা সেন্টার খুলছে। ছোট শহর, মফস্বলের গলি মহল্লাতেও এখন চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায়৷  বিশেষ করে যখন ছোট শহরগুলিতে স্পা সেন্টার খোলা হয়,  অনেক সময়েই সেখানে বিভিন্ন কুকার্যের আখড়া হয়ে ওঠার খবর পাওয়া যায়। স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি বা মধুচক্র এখন রোজকার ঘটনা৷ Photo- Representative
: এখন শুধু বড় শহরেই নয়, সারা দেশের বিভিন্ন ছোট ছোট জায়গাতেও দ্রুত স্পা সেন্টার খুলছে। ছোট শহর, মফস্বলের গলি মহল্লাতেও এখন চোখ মেললেই স্পা সেন্টারের বিজ্ঞাপন দেখা যায়৷  বিশেষ করে যখন ছোট শহরগুলিতে স্পা সেন্টার খোলা হয়,  অনেক সময়েই সেখানে বিভিন্ন কুকার্যের আখড়া হয়ে ওঠার খবর পাওয়া যায়। স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি বা মধুচক্র এখন রোজকার ঘটনা৷ Photo- Representative
advertisement
2/6
এ কারণে স্পা সেন্টারগুলোতে পুলিশের বিশেষ নজর থাকে। সাম্প্রতিক সময়ে বারমেরেও অনেক স্পা সেন্টার খোলা হয়েছে। সম্প্রতি বারমের কালেক্টর সন্দেহের ভিত্তিতে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করেন। ফের একবার গোপন সূত্রের থেকে টিপস পেয়ে বারমের পুলিশ আবারও একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। Photo- Representative
এ কারণে স্পা সেন্টারগুলোতে পুলিশের বিশেষ নজর থাকে। সাম্প্রতিক সময়ে বারমেরেও অনেক স্পা সেন্টার খোলা হয়েছে। সম্প্রতি বারমের কালেক্টর সন্দেহের ভিত্তিতে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করেন। ফের একবার গোপন সূত্রের থেকে টিপস পেয়ে বারমের পুলিশ আবারও একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। Photo- Representative
advertisement
3/6
স্পা সেন্টারের আড়ালে বেশ্যাবৃত্তি চালানোর গোপন তথ্য পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে আচমকাই গোল্ডেন স্পা সেন্টারে পৌঁছয় পুলিশ। এই স্পা সেন্টারে দিনের বেলাতে যত না গ্রাহক আসতেন তার থেকে রাতে গ্রাহকরা অনেক বেশি সংখ্যায় আসতেন বলে অভিযোগ। Photo- Representative
স্পা সেন্টারের আড়ালে বেশ্যাবৃত্তি চালানোর গোপন তথ্য পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে আচমকাই গোল্ডেন স্পা সেন্টারে পৌঁছয় পুলিশ। এই স্পা সেন্টারে দিনের বেলাতে যত না গ্রাহক আসতেন তার থেকে রাতে গ্রাহকরা অনেক বেশি সংখ্যায় আসতেন বলে অভিযোগ। Photo- Representative
advertisement
4/6
এই গ্রাহকদের বেশিরভাগই বুড়ো  ছিল। পুলিশ অভিযান চালালে স্পা সেন্টারের ভিতর দেখে চমকে যায়৷ ৬ তরুণী ও এক যুবককে পাওয়া যায়। ওই যুবকও মহিলাদের সঙ্গে ওই স্পা সেন্টারেই কাজ করতেন৷ Photo- Representative
এই গ্রাহকদের বেশিরভাগই বুড়ো  ছিল। পুলিশ অভিযান চালালে স্পা সেন্টারের ভিতর দেখে চমকে যায়৷ ৬ তরুণী ও এক যুবককে পাওয়া যায়। ওই যুবকও মহিলাদের সঙ্গে ওই স্পা সেন্টারেই কাজ করতেন৷ Photo- Representative
advertisement
5/6
পুলিশ সবাইকে গ্রেফতার করে। এরপর ওদেরকে থানায় নিয়ে আসা হয়, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে সতর্ক করে ছেড়ে দেয়। Photo- Representative
পুলিশ সবাইকে গ্রেফতার করে। এরপর ওদেরকে থানায় নিয়ে আসা হয়, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে সতর্ক করে ছেড়ে দেয়। Photo- Representative
advertisement
6/6
পুলিশ স্পা সেন্টারের ভিতরেও তল্লাশি চালায়। বারমের পুলিশ শহরে স্পা সেন্টারের নামে পতিতা ব্যবসা রুখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। Photo- Representative
পুলিশ স্পা সেন্টারের ভিতরেও তল্লাশি চালায়। বারমের পুলিশ শহরে স্পা সেন্টারের নামে পতিতা ব্যবসা রুখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। Photo- Representative
advertisement
advertisement
advertisement