'কাট্টা সরকার কোনওদিন ফিরবে না', এম-ওয়াই ফর্মুলাতেই বিহারে জয়... জানালেন মোদি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মোদি আরও বলেন, ‘‘বিহারের জয় বিরাট জয়। বিহারে কংগ্রেস আর ফিরবে না।’’ এম আর ওয়াই ফর্মুলায় বিহারে জয় হয়েছে বলেন তিনি। ‘এম’ বলতে মহিলা এবং ‘ওয়াই’ বলতে যুব সমাজকে বুঝিয়েছেন প্রধানমন্ত্রী।
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যে তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “এনডিএ বিহারে সর্বস্তরে উন্নয়ন করেছে। মানুষ আমাদের ভোট দিয়েছে আমাদের কাজের উপর নির্ভর করে, সেই সঙ্গে রাজ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে। আমি এনডিএ পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমাবরজি এবং আমাদের মিত্র চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঁঝি, উপেন্দ্র কুশওয়াহাকে এই জয়ের শুভেচ্ছা জানাই”।
advertisement
