Winter Destination: শীতের ছুটিতে বরফের মাঝে একটু উষ্ণতার জন্য! দেশের ৫ সেরা ডেস্টিনেশন চিনুন

Last Updated:
সাক্ষী থাকুন বরফের মাঝে একটু উষ্ণতা খুঁজে পাওয়ার অনুভূতির (Winter Destination)।
1/6
তুষারপাত, বরফের মধ্যে প্রিয় মানুষের হাত ধরে ঠান্ডা উপভোগ করতে কার না ভালো লাগে? সামনের শীতের ছুটিতে বেড়াতে যেতে চান? ইচ্ছে রয়েছে তুষারপাত দেখার (Winter Destination)? দেশের মধ্যেই রয়েছে এমন অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয়ের সেরা ডেস্টিনেশন (Winter Destination)। এই শীতে প্রিয় মানুষ, বন্ধু কিংবা পরিবারের সঙ্গে দেশের পাঁচ জায়গার কোনও একটিতে ঘুরে আসুন। সাক্ষী থাকুন বরফের মাঝে একটু উষ্ণতা খুঁজে পাওয়ার অনুভূতির (Winter Destination)।
তুষারপাত, বরফের মধ্যে প্রিয় মানুষের হাত ধরে ঠান্ডা উপভোগ করতে কার না ভালো লাগে? সামনের শীতের ছুটিতে বেড়াতে যেতে চান? ইচ্ছে রয়েছে তুষারপাত দেখার (Winter Destination)? দেশের মধ্যেই রয়েছে এমন অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয়ের সেরা ডেস্টিনেশন (Winter Destination)। এই শীতে প্রিয় মানুষ, বন্ধু কিংবা পরিবারের সঙ্গে দেশের পাঁচ জায়গার কোনও একটিতে ঘুরে আসুন। সাক্ষী থাকুন বরফের মাঝে একটু উষ্ণতা খুঁজে পাওয়ার অনুভূতির (Winter Destination)।
advertisement
2/6
গুলমার্গ, জম্মু-কাশ্মীর: পশ্মিচ হিমালয়ের পীর পঞ্জালে অবস্থিত গুলমার্গ, যেন স্বপ্নের মতো সুন্দর একটি জায়গা। মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পাওয়া যায় ডিসেম্বরে। ভারতের সেরা তুষারপাত দেখার জায়গাগুলির মধ্যে গুলমার্গ অন্যতম।
গুলমার্গ, জম্মু-কাশ্মীর: পশ্মিচ হিমালয়ের পীর পঞ্জালে অবস্থিত গুলমার্গ, যেন স্বপ্নের মতো সুন্দর একটি জায়গা। মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পাওয়া যায় ডিসেম্বরে। ভারতের সেরা তুষারপাত দেখার জায়গাগুলির মধ্যে গুলমার্গ অন্যতম।
advertisement
3/6
তাওয়াং, অরুণাচল প্রদেশ: প্রিয় মানুষের সঙ্গে এই শীতের ছুটিতে কোথাও হারিয়ে যেতে চাইলে অবশ্যই যান অরুণাচল প্রদেশের তাওয়াং। এখানে অপূর্ব শোভা ও তুষারপাত দেখার সুযোগ পেতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ রয়েছে এই তাওয়াংয়ে। এছাড়াও মাধুরী লেক, নুরানাং ফলস ও সেলা পাস দেখতে পাবেন।
তাওয়াং, অরুণাচল প্রদেশ: প্রিয় মানুষের সঙ্গে এই শীতের ছুটিতে কোথাও হারিয়ে যেতে চাইলে অবশ্যই যান অরুণাচল প্রদেশের তাওয়াং। এখানে অপূর্ব শোভা ও তুষারপাত দেখার সুযোগ পেতে পারেন। বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ রয়েছে এই তাওয়াংয়ে। এছাড়াও মাধুরী লেক, নুরানাং ফলস ও সেলা পাস দেখতে পাবেন।
advertisement
4/6
মানালি, হিমাচল প্রদেশ: ভারতের অন্যতম সেরা পর্যটনস্থল এই মানালি। শীতের সময় বরফের চাদরে ঢাকা এই পাহাড় দেখতে ভালোবাসেন পর্যটকেরা। হাল্কা বৃষ্টি, ভারী তুষারপাত, পাইনের জঙ্গল আর পাহাড় দেখতে অবশ্যই যেতে পারেন মানালি।
মানালি, হিমাচল প্রদেশ: ভারতের অন্যতম সেরা পর্যটনস্থল এই মানালি। শীতের সময় বরফের চাদরে ঢাকা এই পাহাড় দেখতে ভালোবাসেন পর্যটকেরা। হাল্কা বৃষ্টি, ভারী তুষারপাত, পাইনের জঙ্গল আর পাহাড় দেখতে অবশ্যই যেতে পারেন মানালি।
advertisement
5/6
ইয়ুমথাং, সিকিম: শীতের সময় বরফ দেখতে চাইলে সিকিমের ইয়ুমথাংয়ে একবার অবশ্যই যান। প্রতি বছরই শীতকালে এখানে বরফ পড়ে। সঙ্গে শিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারি ঘুরে আসুন। সিকিমের রাজ্যের ফুল রডোডেনড্রন। হিমালয়ের পাহাড়ে ঘেরা এই অপূর্ব জায়গাটি জীবনে একবার অন্তত যাওয়া উচিত।
ইয়ুমথাং, সিকিম: শীতের সময় বরফ দেখতে চাইলে সিকিমের ইয়ুমথাংয়ে একবার অবশ্যই যান। প্রতি বছরই শীতকালে এখানে বরফ পড়ে। সঙ্গে শিংবা রডোডেনড্রন স্যাংচুয়ারি ঘুরে আসুন। সিকিমের রাজ্যের ফুল রডোডেনড্রন। হিমালয়ের পাহাড়ে ঘেরা এই অপূর্ব জায়গাটি জীবনে একবার অন্তত যাওয়া উচিত।
advertisement
6/6
অওলি, উত্তরাখণ্ড: স্কি করার জন্য অসাধারণ সুন্দর এই বরফের পাহাড়। অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য উত্তরাখণ্ডের অওলির এই বরফের পাহাড় দারুণ জায়গা। নন্দাদেবী শৃঙ্গ, নীলকণ্ঠ, মানে পর্বত এবং অওলিতে সাদা বরফের উপর স্কি, উফফ জমে যাবে।
অওলি, উত্তরাখণ্ড: স্কি করার জন্য অসাধারণ সুন্দর এই বরফের পাহাড়। অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য উত্তরাখণ্ডের অওলির এই বরফের পাহাড় দারুণ জায়গা। নন্দাদেবী শৃঙ্গ, নীলকণ্ঠ, মানে পর্বত এবং অওলিতে সাদা বরফের উপর স্কি, উফফ জমে যাবে।
advertisement
advertisement
advertisement