পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ঘটনাটি ঘটে রামনগর শহরতলিতে। অভিযুক্ত বছর চল্লিশের জাহির পাশা পেশায় অটোচালক। নিয়মিত পর্ন ফিল্ম দেখতেন তিনি। মাস দুয়েক আগে একটি পর্ন ফিল্ম দেখার পরেই তার মনে হয় স্ত্রী মুবিনাও বুঝি পর্ন ফিল্মে কাজ করে। প্রতীকী ছবি।