চাইছেন ১০০-শো বেরোচ্ছে ৫০০-শোর নোট ! ATM বিভ্রাটে মুনাফায় গ্রাহকরা
Last Updated:
advertisement
ঘটনাটি মধ্যপ্রদেশের আলিরাজপুরের ৷ ATM-এ ক্যাশ ভরার দায়িত্বে যারা রয়েছেন, তাদের কাছে খবর পৌঁছতেই ছুটে আসেন তারা ৷ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ATM থেকে যারা টাকা তুলেছেন তাদের ডেকে পাঠানোর চেষ্টা চলছে ৷ আবেদন করা হবে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার ৷ শুক্রবার এই ঘটনা ঘটলেও, ব্যাঙ্ক ম্যানেজার এখনও বিষয়টি জানানেই না ৷ Photo Collected
advertisement
advertisement
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই ATM-এ খুব কমই ভিড় হয় ৷ কিন্তু শুক্রবার হুড়মুড়িয়ে ঢুকতে থাকেন গ্রাহকরা ৷ ২.৩০-৩.৩০-র মধ্যে ভিড় হয় মারাত্মক ৷ জানা গিয়েছে ১০০ টাকার যে ক্যাসেট রয়েছে, অর্থাৎ যেই ATM থেকে ১০০ টাকা বেরোনোর কথা, সেই মেশিনে ভুল করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ৫০০ টাকার নোট ৷ তাই এই অবস্থা ৷ তবে এই গাফিলতির খেশারত কে দেবে, তা জানা নেই ৷ Photo Collected