দ্বিতীয় বার লখনউয়ের তখতের দখল নিশ্চিত বিজেপির (Assembly Election Results 2022)। বিপুল ভোট পেয়ে ফের একবার উত্তরপ্রদেশে সরকার গড়ছে বিজেপি। দিল্লিতে দলের সদর দফতরে তারই সেলিব্রেশন শুরু। পঞ্জাবে আপ-এর জয় বাদে বাকি চার রাজ্যের বিজেপির সরকার হতে চলেছে। ফলে ফলাফল প্রকাশের পরই দিল্লিতে বিজেপির দফতরে কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়। গেরুয়া সাজে শুরু সেলিব্রেশন।