Assam Assembly Elections 2021: অসমে চলছে তৃতীয় দফার ভোট, বুথে বুথে মহিলাদের লম্বা লাইন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যাদের মধ্যে ২৫ জন মহিলা। ভোটকেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন
advertisement
advertisement
তৃতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পটোয়ারী, অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী।
advertisement
advertisement