Assam Assembly Elections 2021: অসমে চলছে তৃতীয় দফার ভোট, বুথে বুথে মহিলাদের লম্বা লাইন

Last Updated:
৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যাদের মধ্যে ২৫ জন মহিলা। ভোটকেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন
1/5
অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন মঙ্গলবার। ভোট হবে ১২টি জেলার ৪০টি আসনে। ৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যাদের মধ্যে ২৫ জন মহিলা। ভোটকেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন। সামাজিক দূরত্ববিধি মেনেই দাঁড়িয়ে আছেন সকলে।
অসমে তৃতীয় তথা শেষ দফার নির্বাচন মঙ্গলবার। ভোট হবে ১২টি জেলার ৪০টি আসনে। ৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যাদের মধ্যে ২৫ জন মহিলা। ভোটকেন্দ্রের বাইরে ভোটদাতাদের লম্বা লাইন। সামাজিক দূরত্ববিধি মেনেই দাঁড়িয়ে আছেন সকলে।
advertisement
2/5
 অসমের একাধিক জায়গায় বুথে বুথে মহিলাদের লম্বা লাইন চোখে পড়েছে। শেষ দফার যে এলাকাগুলিতে নির্বাচন হচ্ছে তাতে এআইইউডিএফ (AIUDF), কংগ্রেস এবং বোড়োল্যান্ড পিপলস পার্টির ভাল প্রভাব রয়েছে বলে মনে করছে অসমের রাজনৈতিক বিশেষজ্ঞরা।
অসমের একাধিক জায়গায় বুথে বুথে মহিলাদের লম্বা লাইন চোখে পড়েছে। শেষ দফার যে এলাকাগুলিতে নির্বাচন হচ্ছে তাতে এআইইউডিএফ (AIUDF), কংগ্রেস এবং বোড়োল্যান্ড পিপলস পার্টির ভাল প্রভাব রয়েছে বলে মনে করছে অসমের রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
3/5
তৃতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পটোয়ারী, অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী।
তৃতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পটোয়ারী, প্রমীলারানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎকুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পটোয়ারী, অসম সাহিত্যসভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশী।
advertisement
4/5
তৃতীয় দফার ভোটে রয়েছে বড়োভূমিও। র্তমানে বড়োভূমির ১২টি আসনই তাদের হাতে রয়েছে। ২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি। তবে এবার সমীকরণটা পাল্টে যাবে।  প্রথম দু’দফায় ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
তৃতীয় দফার ভোটে রয়েছে বড়োভূমিও। র্তমানে বড়োভূমির ১২টি আসনই তাদের হাতে রয়েছে। ২০১৬ সালে বিপিএফ-এর সাহায্যেই সরকার গড়েছিল বিজেপি। তবে এবার সমীকরণটা পাল্টে যাবে। প্রথম দু’দফায় ৮০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে।
advertisement
5/5
মঙ্গলবার অসমের ১২টি জেলার বিভিন্ন আসনে ভোটগ্রহণ চলছে। মূলত লোয়ার অসম এবং বোড়োল্যান্ডের আসনগুলিতে নির্বাচন চলেছে। এই এলাকাতেই বহু বছর ধরে একছত্র আধিপত্য দেখিয়ে এসেছেন মহিলারি এবং তাঁর দল।
মঙ্গলবার অসমের ১২টি জেলার বিভিন্ন আসনে ভোটগ্রহণ চলছে। মূলত লোয়ার অসম এবং বোড়োল্যান্ডের আসনগুলিতে নির্বাচন চলেছে। এই এলাকাতেই বহু বছর ধরে একছত্র আধিপত্য দেখিয়ে এসেছেন মহিলারি এবং তাঁর দল।
advertisement
advertisement
advertisement